দ্রাবিড়-ধোনির রেকর্ড ভেঙে দিলেন ঋষভ পন্থ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুক্রবার বোলান্ড পার্কে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত।

ম্যাচটিতে প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ২৮৭ রান করেছে ভারত।  দলের হয়ে সর্বোচ্চ ৮৫ রান করেছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থ।

আর এই ৮৫  রানের ইনিংস খেলে রেকর্ড গড়েছেন পন্থ। এখন তিনি ভারতীয় উইকেটরক্ষক ব্যাটসম্যানদের মধ্যে ওয়ানডে ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার মাটিতে সর্বোচ্চ রান করার রেকর্ড গড়েছেন।

ওয়ানডেতে ভারতীয় উইকেটরক্ষক ব্যাটসম্যানদের মধে দক্ষিণ আফ্রিকায় সর্বোচ্চ রান করার রেকর্ডটি ছিল রাহুল দ্রাবিড়ের। তিনি এখন দলের প্রধান কোচ।

দ্রাবিড় ২০০১ সালে ডারবানে ৭৭ রান করেছিলেন। অপরদিকে ২০১৩ সালে মাহেন্দ্র সিং ধোনি জোহানেসবার্গে খেলেন ৬৫ রানের ইনিংস।

আজ শুক্রবার ৮৫ রান করে ২০ বছর আগের রেকর্ডটি ভেঙে দিলেন পন্থ।

এদিকে সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরেছে ভারত। সিরিজের আশা বাঁচিয়ে রাখতে হলে দ্বিতীয় ম্যাচটিতে জয় ছাড়া কোনো উপায় নেই ম্যান ইন ব্লুদের সামনে।

 

সূত্রঃ যুগান্তর