সোমবার , ২৬ সেপ্টেম্বর ২০১৬ | ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

দ্বিতীয় ম্যাচেই সিরিজ জিততে চান মাহমুদউল্লাহ

Paris
সেপ্টেম্বর ২৬, ২০১৬ ১১:২৪ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচটি কষ্টের জয়। আইসিসির সহযোগী সদস্য দেশটির বিপক্ষে এই ম্যাচ জিতে স্বাগতিকরা এখন শুধু ১-০তেই এগিয়ে যায়নি বেশ আত্মবিশ্বাসীও হয়ে উঠেছে। দ্বিতীয় ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করতে চায় বাংলাদেশ।

 

দলটির অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান মাহমুদউল্লাহ আশাবাদী পরের ম্যাচে আরো ভালো ক্রিকেট খেলেই জিততে। সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের তিনি বলেন, ‘দীর্ঘদিন পর খেলতে নামার কারণেই প্রথম ম্যাচে আমরা কিছুটা চাপে ছিলাম। আশা করছি দ্বিতীয় ম্যাচে আরো ভালো ক্রিকেট খেলতে পারব। আমি দৃঢ় আশাবাদী এক ম্যাচ আগেই সিরিজ জিততে।’

 

বাংলাদেশ এখন বড় দল হয়ে উঠেছে বলেই চাপের মুখে এমন জয় পেয়েছে বলে মনে করেন ডানহাতি ব্যাটসম্যান, ‘আগে অনেক ম্যাচে আমরা কাছাকাছি গিয়েও জিততে পারতাম না। ছোট ছোট ভুলে কারণে হেরে যেতে হতো। সে জায়গা থেকে আমরা এখন অনেকটাই বেরিয়ে আসতে পেরেছি। আমি বলব আমরা এখন বড় দল হয়ে উঠেছি বলেই হয়তো চাপের মুখে এমন জয় পাচ্ছি।’

 

শুধু দলের নয় নিজের পারফরম্যান্সেও খুশি মাহমুদউল্লাহ। এ সম্পর্কে তিনি বলেন, ‘ভালো লাগছে দলের প্রয়োজনে প্রথম ম্যাচে এমন একটি ইনিংস খেলতে পেরেছি বলে। তবে আমি কখনই শতকের চিন্তা করে খেলিনি। খেলেছি দলের জন্যই।’

 

বুধবার সিরিজের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বেলা আড়াইটায় শুরু হবে ম্যাচটি। শুক্রবার একই মাঠে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ।

সূত্র: এনটিভি

সর্বশেষ - খেলা