দ্বিতীয় বিশ্বযুদ্ধে ফেলা বোমা বিস্ফোরণে ৩ জন আহত

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফেলা একটি বোমা বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার জার্মানির মিউনিখ শহরে এই ঘটনা ঘটে।

যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, আহত তিনজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

খবরে বলা হয়, শহরের একটি ট্রেন স্টেশনের স্থাপনায় ড্রিলিং করার সময় বিস্ফোরণের এই ঘটনা ঘটে।

জার্মানির পুলিশ জানিয়েছে বিপদজনক এলাকা ঘিরে রাখা হয়েছে। এই অঞ্চলের বাইরে কোনো বিপদ নেই। ঘটনার পর এই স্টেশন থেকে রেল ভ্রমণ বাতিল করা হয়েছে।

গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তির ৭০ বছর পরেও জার্মানিতে প্রতিবছর ২ হাজার টনের বেশি সক্রিয় বোমা ও যুদ্ধোপকরণ আবিষ্কার করা হয়।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি ছিল অক্ষ শক্তি। মিত্র শক্তি যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র জার্মানিতে ১৫ লাখ টন বোমা ফেলে। এতে ৬ লাখ মানুষ নিহত হয়।

সরকারি কর্মকর্তাদের ভাষ্য, জার্মানিতে ফেলা বোমার ১৫ শতাংশ বোমা বিস্ফোরিত হয়নি।

 

সুত্রঃ যুগান্তর