বুধবার , ২৮ ডিসেম্বর ২০১৬ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

দ্বিতীয় ওয়ানডেতে বিশ্রামে মুস্তাফিজ!

Paris
ডিসেম্বর ২৮, ২০১৬ ৩:৫৬ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ইনজুরি কাটিয়ে দীর্ঘ পাঁচ মাস পর আবারও ক্রিকেটে ফিরেছেন মুস্তাফিজুর রহমান। ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বল হাতে আলো ছড়িয়েছেন তিনি। তবে সদ্য কাঁধের ইনজুরি কাটিয়ে আসা মুস্তাফিজকে নিয়ে ঝুঁকিতে যেতে চায় না টিম ম্যানেজমেন্ট।

 

হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ওয়ানডে সিরিজ শেষ হয়ে গেছে মুশফিকুর রহিমের। সেই সঙ্গে সদ্য ইনজুরি কাটিয়ে আসা মুস্তাফিজকে নিয়েও ঝুঁকি রয়ে গেছে। মাঠে নামার আগে ফিজিও বলেছিলেন মুস্তাফিজকে টানা ম্যাচ না খেলানোর জন্য। ফিজিওর কথা মতোই মুস্তাফিজকে টানা ম্যাচে খেলাতে চাইছে না টিম ম্যানেজমেন্ট।

 

দলে বড় পরিবর্তন নিয়েই দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। মুশফিকের বদলে দ্বিতীয় ওয়ানডেতে দলে ডাক পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। সৌম্যের পরিবর্তে দলে ডাক পেতে পারেন স্পিনিং অলরাউন্ডার তানভীর হায়দার। এ ছাড়া মুস্তাফিজের পরিবর্তে অভিষেক হতে পারে পেসার শুভাশীষ রায়ের।

 

 

সূত্র :রাইজিংবিডি

 

সর্বশেষ - খেলা