শনিবার , ১৭ সেপ্টেম্বর ২০১৬ | ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

দৌলতদিয়ায় দুটি ঘাট বন্ধ, দীর্ঘ যানজট

Paris
সেপ্টেম্বর ১৭, ২০১৬ ৭:৫০ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নদীভাঙনের কারণে আজ বিকেলে দৌলতদিয়ার দুটি ফেরিঘাট বন্ধ হয়ে গেছে। বর্তমানে চারটি ঘাটের মধ্যে দুটি ঘাট বন্ধ থাকায় দীর্ঘ ছয় কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়েছে।

 

দৌলতদিয়া বিআইডাব্লিউটিএর ঘাট ব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, দৌলতদিয়া ফেরিঘাটের ২ নম্বর ফেরিঘাট বন্ধ রয়েছে গত ১১ সেপ্টেম্বর থেকে। আর ৪ নম্বর ফেরিঘাটটি বন্ধ হয়ে গেছে আজ শুক্রবার বিকেলে।

 

বর্তমানে ১ ও ৩ নম্বর ফেরিঘাট দিয়ে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে যানবাহন পারাপার করা হচ্ছে। বাকি দুটি ঘাট বন্ধ থাকায় দৌলতদিয়া ফেরিঘাটে যানজট সৃষ্টি হয়েছে। আটকে পড়েছে পাঁচ শতাধিক যানবাহন।

 

এ ব্যাপারে বিআইডাব্লিউটিএর সহকারী প্রকৌশলী শাহ আলম জানান, আজ নদীর পাড় ভাঙনের ফলে সড়ক ও জনপথের সংযোগ সড়কটি আংশিক নদীগর্ভে বিলীন হওয়ায় ৪ নম্বর ফেরিঘাটটি বন্ধ রাখা হয়েছে।

 

৪ নম্বর ঘাটটি বন্ধ এবং দৌলতদিয়ায় যানজটের খবর পেয়ে রাজবাড়ীর জেলা প্রশাসক জিনাত আরা ভাঙনকবলিত ফেরিঘাট এলাকা পরিদর্শন করেছেন।

সূত্র: এনটিভি

সর্বশেষ - জাতীয়