দোহা আন্তর্জাতিক বইমেলা শুরু

শুরু হয়েছে ৩১তম দোহা আন্তর্জাতিক বইমেলা। ‘জ্ঞানই আলো’ স্লোগান ধারণ করে দোহা এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে এ মেলা শুরু হয়। গত ১৩ জানুয়ারি (বৃহস্পতিবার) ১০ দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।

এবারের বইমেলায় অংশ নেয় আরব ও বিভিন্ন আন্তর্জাতিক প্রকাশনা প্রতিষ্ঠান। নানা বিষয়ের নতুন-পুরাতন গ্রন্থ ও প্রাচীন পাণ্ডুলিপি নিয়ে অংশ নেয় বিভিন্ন প্রকাশনা প্রতষ্ঠান ও বিভিন্ন দেশের দূতাবাসগুলো। ‌‘২০২১ : কাতার-আমেরিকার সাংস্কৃতিক বছর’ উপলক্ষে এ বছরের অনার গেস্ট হিসেবে মেলায় অংশ নেয় যুক্তরাষ্ট্র।

কাতার আমিরের সঙ্গে উদ্বোধন অনুষ্ঠানকালে বইমেলার বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শেখ খালিদ বিন খালিফা বিন আবদুল আজিজ আল থানিসহ উচ্চপদস্থ কর্মকর্তারা।