শুক্রবার , ২৬ জুলাই ২০২৪ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

দেশে ফিরেছেন তাসকিন-মুস্তাফিজরা, সাকিব কোথায়?

Paris
জুলাই ২৬, ২০২৪ ৫:১২ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক :
লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) খেলে ইতোমধ্যে দেশে ফিরেছেন বাংলাদেশের চার ক্রিকেটার- তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম এবং তাওহিদ হৃদয়। অন্যদিকে, যুক্তরাষ্ট্র মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) খেলেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। কবে নাগাদ দেশে ফিরবেন জানা যায়নি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের পরপরই বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিজ নিজ দলের হয়ে খেলতে দেশ ছেড়েছিলেন এই পাঁচ ক্রিকেটার।
এলপিএলে কলম্বো স্ট্রাইকার্সের তাসকিন, ডাম্বুলা সিক্সার্সের হয়ে হৃদয়-মুস্তাফিজ, ক্যান্ডি ফ্যালকন্সের হয়ে খেলেছেন পেসার শরিফুল। এলপিএলে ভালো পারফরম্যান্স করতে পারেননি এই চার খেলোয়াড়ের কেউই। বাজে পারফরম্যান্সের কারণে একাদশে সুযোগ পাননি তারা।

৪ ম্যাচে ওভার প্রতি ১১ দশমিক ৬ রান করে পাঁচ উইকেট নিয়েছেন মুস্তাফিজ। শরিফুল ৫ ম্যাচে এবং তাসকিন তিন ম্যাচে সমান ৪টি করে উইকেট নেন। তবে তারাও ছিলেন ব্যয়বহুল। ব্যাট হাতে হতাশ করেছেন টি-টোয়েন্টিতে বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটার হৃদয়। এলপিএলে ডাম্বুলার হয়ে ৩ ম্যাচে মাত্র এক রান করেন তিনি।

প্রথম দেশে ফিরে আসেন শরিফুল। টুর্নামেন্ট শেষে দেশে ফিরেন বাকি তিনজন। গল মার্ভেলাসকে ৯ উইকেটে হারিয়ে এলপিএলের শিরোপা জিতে নেয় জাফনা কিংস। এদিকে মেজর লিগে হতাশাজনক পারফরম্যান্স করেছেন বাংলাদেশের ক্রিকেটের বড় তারকা সাকিব। লস এঞ্জেলেস নাইট রাইডার্সের হয়ে চার ম্যাচে খেলেছেন তিনি। ওই চার ম্যাচের তিনটিতেই হেরেছে তার দল। পঞ্চম ম্যাচের একাদশ থেকে সাকিবকে বাদ দেওয়ার পর জয়ের দেখা পায় লস অ্যাঞ্জেলস।

৪ ম্যাচে ব্যাট হাতে ১২৫ স্ট্রাইকরেটে মাত্র ৬০ রান এবং বল হাতে ১১ দশমিক ১০ ইকোনমি রেটে মাত্র ১টি উইকেট নেন সাকিব। এমনকি কোন ম্যাচেই তাকে ৪ ওভারের কোটা পূরণ করতে দেননি অধিনায়ক সুনীল নারাইন। এখনও যুক্তরাষ্ট্রে থাকা সাকিব, গ্লোবাল টি-টোয়েন্টি লিগ খেলতে শুক্রবার কানাডায় যাবেন বলে বিসিবি সূত্রে জানা গেছে। তারকা এ অলরাউন্ডার কবে নাগাদ দেশে ফিরবেন তা এখনও জানা যায়নি।

এদিকে, আগামী আগস্টে দুই টেস্টের সিরিজ খেলতে পাকিস্তানে যাবে বাংলাদেশ দল। যার জন্য নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমরা প্রস্তুতি শুরু করেছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এখন পর্যন্ত টাইগারদের আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়নি। পাকিস্তান সিরিজ দিয়ে যেন নতুন শুরুটা ভালোভাবে করা যায়, সেজন্য বেশ মনোযোগী বিসিবি।

সর্বশেষ - খেলা