দেশের মডেল কলেজের স্বীকৃতি পাচ্ছে রাজশাহী কলেজ

নিজস্ব প্রতিবেদক:

দেশের মডেল কলেজের স্বীকৃতি পাচ্ছে রাজশাহী কলেজ। শুক্রবার কলেজের ইংরেজি বিভাগের এলামনাই পুর্নমিলনীতে এ তথ্য জানান অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ।

 

তিনি বলেন, রাজশাহী কলেজের শিক্ষক-শিক্ষর্থীরা সৃষ্টিশীল, মননশীল । কোনো কিছু জানতে হলে, শিখতে হলে প্রশাসনের সাথে, বিভাগের সাথে সকলকে সম্পৃক্ত থাকতে হবে। এই কলেজের শিক্ষার্থীরা আজ নিজেদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে বিভিন্ন দপ্তরে ভালোভাবে প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমানে রাজশাহী কলেজ বাংলাদেশের  কলেজগুলোর মধ্যে প্রধান রোল মডেল হিসেবে পরিচিত। আগামী ২৬ ফেব্রুয়ারী রাষ্ট্রীয়ভাবে রাজশাহী কলেজকে এ স্বীকৃতি দেয়ার কথা।
বৃহৎবঙ্গের ঐতিহ্যবাহী এ বিদ্যাপীঠ ২০১৫ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দেশসেরা কলেজের খেতাব পায়। এইচএসসি পাঠ্যক্রমেও বোর্ডসেরা এ কলেজ।
শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে প্রথমবারের মত আয়োজিত দিনব্যাপী এ অনুষ্ঠান। সকাল ১০টার দিকে এ আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, কলেজের সাবেক অধ্যক্ষ এএসএম মোয়াররফ।
ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আমির সাদাতের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন,  উপাধ্যক্ষ প্রফেসর আল-ফারুক চৌধুরী ও ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর পিযুষ কান্তি ফৌজদার। এ আয়োজন কলেজ সবেক শিক্ষক-শিক্ষার্থীদের মিলন মেলায় পরিণত হয়।


অনুষ্ঠানে আগত প্রাক্তন শিক্ষার্থী সুমনা শারমিন বলেন, পুরোনো বন্ধুদের সাথে দেখা হয়ে খুব ভাল লাগছে।  আগে শিক্ষকদের সাথে কথা বলতে ভয় পেতাম। আজ তাদের সাথে দেখা হয়ে , কথা বলে আবেগ-আপ্লুত হয়ে পড়েছি। বর্তমানে তিনি ঢাকায় জাতিসংঘের প্রশাসক হিসেবে কর্মরত।
আরেক প্রাক্তন শিক্ষার্থী আলমগীর হোসেন বলেন, কলেজে কাটানো স্মৃতিগুলো আজ চোখের সামনে ভেসে উঠছে। ক্লাসের ফাঁকে বকুল তলা, আর শিমুল গাছের ছায়ায় বসে বন্ধুদের সাথে আড্ডা সবকিছু আজ যেন জীবন্ত ছবি হয়ে উঠেছে। আলমগীর হোসেন ঢাকার শাহ আলী কলেজে প্রভাষক হিসেবে কর্মরত। অনুষ্ঠান শেষে কলেজের মধ্যে গাছ লাগানো এবং প্রাক্তন শিক্ষকদের ক্রেস্ট প্রদান করা হয়।

স/অ