বুধবার , ২৩ মে ২০১৮ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

‘দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি একরাশ প্রশ্ন রেখে গেলো মেয়েটি’

Paris
মে ২৩, ২০১৮ ১১:৪৬ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক: 

‘দেশবাসীর ভালোবাসা, মা-বাবার দোয়া, চিকিৎসকদের ঐকান্তিক প্রচেষ্টা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক সহযোগিতা সব কিছুকে তুচ্ছ করে চলে গেলো মুক্তামনি। ১২ বছরের ছোট্ট মেয়েটি এদেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি যেন রেখে গেল একরাশ প্রশ্ন।’ মুক্তামনির মৃত্যুর পর হতাশা প্রকাশ করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বাংলা ট্রিবিউনকে এসব কথা বলেন। তিনি বলেন,‘তার মৃত‌্যুর সংবাদ শুনেছি, এটা তো খুবই খারাপ খবর।’

তিনি বলেন, ‘ওর যে রোগে ভুগছিল তা নিয়ে এমন পর্যায়ে আমাদের কাছে এসেছে যখন আর কোনও উপায় ছিল না। আরও আগে যদি আসতো তাহলে ডেফিনেটলি সেটা সারিয়ে তোলা যেতো।’

ডা. সামন্ত বলেন, ‘গতকাল (মঙ্গলবার) আমি তার বাসায় সিভিল সার্জনকে দিয়ে চিকিৎসকও পাঠিয়েছিলাম। আমার চিকিৎসকরা গিয়েছিলেন। গত এক সপ্তাহ ধরে ওর বাবার সঙ্গে কথা বলেছি। আসতে বলছিলাম। ওরা কিছুতেই আসতে চায় না। কালকে চিকিৎসকরা তাকে দেখার পর আমাকে বললো, স্যার অত্যন্ত রক্তশূন্যতায় ভুগছে মুক্তামনি। তাকে ব্লাড দিতে হবে। আজকে (বুধবার) সকালেও অ্যাম্বুলেন্স নিয়ে গেছিল, কিন্তু কিছু করার নেই। ওরা আসল না। খুবই দুঃখজনক।’

আপনারা তো মুক্তামনির জন্য অনেক চেষ্টা করেছেন-এমন মন্তব্যের জবাবে ডা. সামন্ত লাল বলেন, ‘আমি চিকিৎসক হিসেবে তো বহু রোগীর মৃত‌্যু দেখেছি। কিন্তু মুক্তামনির মৃত‌্যুটা আমার জন্য খুবই হৃদয় বিদারক। সেই জন‌্যই আমার বেশি খারাপ লাগছে।’

প্রসঙ্গত, রক্তনালীর টিউমারে আক্রান্ত মুক্তামনি বুধবার (২৩ মে) সকাল ৮টার দিকে সদর উপজেলার কামারবাসা গ্রামের নিজ বাড়িতে মারা যায়।

বাংলা ট্রিবিউন

সর্বশেষ - জাতীয়