রবিবার , ৮ সেপ্টেম্বর ২০২৪ | ১৪ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বগুড়ার আদালতে মারধরের শিকার হিরো আলম, কান ধরে উঠবস

Paris
সেপ্টেম্বর ৮, ২০২৪ ৩:৪১ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মারধরের শিকার হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। হিরো আলমের অভিযোগ, স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা তাঁকে মারধর করেছে।

আজ রোববার দুপুরে আদালত প্রাঙ্গনেই এই ঘটনা ঘটে। দুপুরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৫০ জনের বিরুদ্ধে মামলা আবেদন করতে আদালতে গিয়েছিলেন তিনি।


দুপুরে আদালত চত্বরে হিরো আলমের ওপর হামলা হলে উপস্থিত কয়েকজন সংবাদ-কর্মী ও সাধারণ মানুষ তাঁকে রক্ষা করে। পরে তাৎক্ষণিক সংবাদ সম্মেলন করেন হিরো আলম।

হিরো আলম বলেন, ‘মারধরের সময় বিএনপির নেতা-কর্মীরা বলছিল, আমি নাকি তারেক রহমানের নামে কিছু বলেছি। কিন্তু আমি আজ পর্যন্ত কোথাও তারেক রহমানের নামে কিছু বলিনি। এরপরও তাঁরা আমাকে মারধর করেছে।’

আলোচিত এই কনটেন্ট ক্রিয়েটর বলেন, ‘আমরা সবাই ভেবেছিলাম আওয়ামী লীগকে সরাইছি দেশ স্বাধীন হয়ে গেছে। কিন্তু দেশ স্বাধীন হয়নি। ক্ষমতায় না যেতেই বিএনপি নেতা-কর্মীরা যে হামলা শুরু করেছে এতে বোঝা যায় দেশ স্বাধীন হয়নি।’

সাবেক ডিবি প্রধান হারুন অর রশীদ তাঁকে ও তাঁর পরিবারকে চাপে ফেলে বিএনপি নেতা রুহুল কবীর রিজভীর বিরুদ্ধে মামলা করান বলেও দাবি করেন হিরো আলম।

হিরো আলম বলেন, ‘ভিডিওতে দেখা গেছে কারা হামলা করেছে আমার বিরুদ্ধে। আমি সবার নামে হত্যা চেষ্টার মামলা করব। আমাকে মেরে ফেলেন সমস্যা নাই। হাজারটা হিরো আলম দাঁড়ায় যাবে।’

এদিকে, এই ঘটনার একটি ভিডিও ফুটেজে দেখা যায়, আদালতে মারধরের পাশাপাশি কান ধরে উঠবসও করানো হয় হিরো আলমকে।

সর্বশেষ - রাজশাহীর খবর