বৃহস্পতিবার , ৪ আগস্ট ২০১৬ | ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

দেশব্যাপী জঙ্গি হামলার প্রতিবাদ শিক্ষকদের

Paris
আগস্ট ৪, ২০১৬ ১:২৯ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সম্প্রতি দেশের বিভিন্ন জায়গায় সংঘটিত জঙ্গি হামলার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস)। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে দেশব্যাপী জঙ্গি হামলার প্রতিবাদে শিক্ষকেরা মানববন্ধন করেন।

এ সময় সংগঠনের সভাপতি মো. ইনসান আলী, সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন সরকারসহ বিভিন্ন স্কুলের শিক্ষকেরা বক্তব্য দেন।

বক্তারা জানান, একটি মৌলবাদী গোষ্ঠী ধর্মের নামে দেশ ধ্বংস করে দিতে চায়। কিন্তু ৩০ লাখ শহীদের রক্তের দামে কেনা এ দেশে কোনো মৌলবাদী কর্মকাণ্ড সহ্য করা যাবে না। তাই যে মুহূর্তে শিক্ষার্থীদের সঙ্গে তারা শ্রেণিকক্ষে থাকবেন, সে সময় জঙ্গিবাদের প্রতিবাদে রাজপথে নামতে হচ্ছে।

বক্তারা জানান, যারা জঙ্গি তৎপরতা চালাচ্ছে তারা সমাজেরই অংশ। এরা সুস্থ জীবন ছেড়ে অন্ধকারের পথে পা বাড়িয়েছে। তাদের আবার সুস্থ জীবনে ফিরিয়ে নিয়ে আসতে হবে। বাংলাদেশের প্রতি বিশ্ব সন্ত্রাসের কালো নজর রুখে দিতে হবে।

সন্তানদের অভিভাবকদের আরো সচেতন হওয়ার আহ্বান জানানো হয় মানববন্ধন থেকে। জঙ্গি তৎপরতা ও সন্ত্রাসের বিরুদ্ধে আগামী ৭ আগস্ট সকাল ১১টায় সারা দেশের ৩৩৫টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে একযোগে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেওয়া হয় মানববন্ধন থেকে।

সূত্র: রাইজিংবিডি

সর্বশেষ - জাতীয়