বুধবার , ৭ ডিসেম্বর ২০১৬ | ১৪ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

দুয়ার খুলে স্রোত আসতে দিতে পারি না

Paris
ডিসেম্বর ৭, ২০১৬ ৮:৪৫ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আইনশৃঙ্খলা বাহিনীর হামলা ও নির্যাতনের মুখে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের এ দেশে অনুপ্রবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

আজ বুধবার সংসদে রোহিঙ্গা অনুপ্রবেশ সম্পর্কে সংসদনেতা বলেন, ‘আমাদের দুয়ার খুলে দিয়ে কাউকে স্রোতের মতো আসতে দিতে পারি না।’

 

‘তারপরও যারা বিভিন্নভাবে চলে আসছেন তাদের মানবিকভাবে দেখা হচ্ছে’, যোগ করেন প্রধানমন্ত্রী।

 

আজ বিকেলে জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নের উত্তরে শেখ হাসিনা এসব কথা বলেন। এ সময় সরকারের পদক্ষেপে দেশে জঙ্গিবাদ যথেষ্ট নিয়ন্ত্রণে জানিয়ে তিনি বলেন, জঙ্গি দমনে সরকারের কার্যক্রম অব্যাহত থাকবে।

 

জঙ্গি-সন্ত্রাস নিয়ন্ত্রণে বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরতে গিয়ে শেখ হাসিনা জানান, সন্ত্রাসবিরোধী আইন হয়েছে, জঙ্গি দমনে আইনশৃঙ্খলা বাহিনীর নতুন ইউনিট চালু হয়েছে আর এ খাতে অর্থের উৎস অনুসন্ধান অব্যাহত রয়েছে।

 

সেই সঙ্গে প্রধানমন্ত্রী বলেন, জঙ্গি দমনে বাংলাদেশে এখন বিশ্বের কাছে রোল মডেল হিসেবে বিবেচিত হচ্ছে। এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, গ্রামীণ আর্থ-সামাজিক অবস্থা বিবেচনায় নিয়ে বাল্যবিবাহ আইন করা হয়েছে।

সূত্র: এনটিভি

সর্বশেষ - জাতীয়