‘দুর্ভাগ্যজনকভাবে খারাপ খবর আছে’ বললেন সেভেরোদোনেৎস্ক গভর্নর

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

দোনবাসের লুহানেস্কের সেভেরোদোনেৎস্কের গভর্নর সেরহি গাইডাই সোমবার বলেছেন, দুর্ভাগ্যজনকভাবে খারাপ খবর আছে। শত্রুরা (রুশ সেনা) শহরে প্রবেশ করছে। খবর রয়টার্সের।

সেভেরোদোনেৎস্কের গভর্নর আরও বলেছেন, বর্তমানে ‘তীব্র লড়াই হচ্ছে’।

অত্যাধিক গোলাবর্ষণের কারণে সেভেরোদোনেৎস্ক শহর রক্ষার দায়িত্বে থাকা ইউক্রেনীয় সেনারা বিধ্বস্ত হয়ে পড়েছে। তাদের প্রতিরোধ ব্যবস্থা ভেঙে পড়েছে। কিন্তু তারা আত্মসমর্পণ করতে অস্বীকৃতি জানানোয় দোনবাস দখল করতে রুশ সেনাদের সময় লাগছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি সেভেরোদোনেৎস্কের বিষয়ে কথা বলতে গিয়ে জানান, শহরটি পুরোপুরি ধ্বংস করে দিয়েছে রুশ সেনারা।

রোববার রাতের ভাষণে ওই শহরের ৯০ শতাংশ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

জেলেনস্কি বলেন, সেভেরোদোনেৎস্ক শহরের সব গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে এবং ৯০ শতাংশ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরও বলেন, সেভেরোদোনেৎস্ক দখল করাই এখন দখলদার রুশ বাহিনীর প্রধান কাজ। আমরা এই শহর ধরে রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করছি। কিন্তু রুশ সেনারা হতাহতের বিষয়টি নিয়ে কোনো চিন্তাই করছে না।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ‘দোনবাসকে স্বাধীন’ করাই তাদের প্রধান লক্ষ্য।

 

সুত্রঃ যুগান্তর