শুক্রবার , ৬ জুলাই ২০১৮ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

দুর্নীতি মামলায় নওয়াজের ১০ বছর কারাদণ্ড

Paris
জুলাই ৬, ২০১৮ ৭:২০ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

দুর্নীতি মামলায় পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। মেয়ে মরিয়ম নওয়াজকে ৭ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া নওয়াজ শরিফকে ৮০ লাখ পাউন্ড এবং মরিয়মকে ২০ লাখ পাউন্ড জরিমানা করা হয়েছে।

শুক্রবার পাকিস্তানের দায়বদ্ধতা আদালত-১ এর বিচারক মোহাম্মদ বশির এই রায় দেন।

একই সঙ্গে নওয়াজ শরিফের মেয়ে মরিয়মের স্বামী ক্যাপ্টেন সফদারকে এক বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। গত কয়েকদিন ধরে শুনানি চলছিল। অবশেষে আজ (শুক্রবার) এই রায় ঘোষণা করা হয়। রায় ঘোষণার সময় বিচারক দুই পক্ষের আইনজীবীকে চেম্বারে ডাকেন। সেখানে কোনো সংবাদমাধ্যমের প্রতিনিধিকে প্রবেশ করতে দেওয়া হয়নি।

প্রসঙ্গত, গত বছর সুপ্রিম কোর্টের রায়ে প্রধানমন্ত্রী হিসেবে অযোগ্য ঘোষণার পর নওয়াজ পদত্যাগ করেছিলেন।

সূত্র : ডন অনলাইন

সর্বশেষ - আন্তর্জাতিক