দুর্নীতির মামলায় মৎস্যমন্ত্রীসহ দুজন খালাস

সিল্কসিটিনিউজ ডেস্ক:

শুল্কমুক্ত কোটায় গাড়ি আমদানি করে তা বেআইনিভাবে বিক্রি করার মামলায় মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক এবং ওরিয়ন গ্রুপের কর্ণধার মো. ওবায়দুল করিমকে খালাস দিয়েছেন আদালত।

 

আজ মঙ্গলবার ঢাকার চার নম্বর বিশেষ জজ মো. আমিনুল হক এ রায় দেন। রায়ের সময় দুজন আদালতে হাজির ছিলেন।
বিচারক রায়ে বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে প্রসিকিউশন অভিযোগ প্রমাণ করতে না পারায় বেকসুর খালাস দেওয়া হলো।
নথি থেকে জানা যায়, ২০০৭ সালে এমপি শুল্কমুক্ত একটি কোটায় জিপগাড়ি আনেন মোহাম্মদ ছায়েদুল হক। পরে তা অপর আসামি ওবায়দুল করিমের কাছে বিক্রি করে দেন। ওই ঘটনায় দুদকের পরিচালক আবদুল করিম ২০০৭ সালের ৯ আগস্ট তেজগাঁও থানায় একটি মামলা করেন।
২০০৮ সালের ১৭ সেপ্টেম্বর দুদকের উপপরিচালক আবদুল্লাহ আল জাহিদ আদালতে একটি অভিযোগপত্র দাখিল করেন। এতে তাঁদের দুজনকে আসামি দেখানো হয়।
১৯৬৯ সালের শুল্ক আইনের ১৫৬ (১) ৯ (আই) এবং দণ্ডবিধির ৪০৯/১০৯ ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় অভিযোগ আনা হয় তাঁদের বিরুদ্ধে।

 

রায়ের আগে ১৩ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন করেন আদালত।

সুত্র: এনটিভি