দুর্নীতির দায়ে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তাকে দুই বছরের জেল

নিজস্ব প্রতিবেদক:

দুর্নীতির দায়ে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) এক কর্মকর্তাকে দুই বছরের জেল দেয়া হয়েছে। এছাড়া তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। দণ্ডপ্রাপ্ত আসামি মো. মোস্তাক আহম্মেদ আরডিএ’র উচ্চমান সহকারী।

আজ বুধবার রাজশাহী বিভাগীয় স্পেশাল জজ আদালত তাকে এ রায় দেন। মো. মোস্তাক আহম্মেদ রাজশাহীর পবা উপজেলার ভাঙ্গা সড়ক পাড়ার মো. হাবিবুর রহমানের ছেলে।

আদালতসূত্রে জানা যায়, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আরডিএ’র উচ্চমান সহকারী মো. মোস্তাক আহম্মেদের বিরুদ্ধে ২০১৬ সালের ২৮ এপ্রিল রাজপাড়া থানায় একটি মামলা করা হয়। সেই মামলায় দুদক তাকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দিলেও তিনি তা দাখিল করেননি। পরে তার বিরুদ্ধে ২০১৭ সালে স্পেশাল মামলা দায়ের করা হয়। পরবর্তীতে দুদক উপপরিচালক রিজিয়া খাতুন ২০১৭ সালের ৩০ এপ্রিল আদালতে ওই মামলার চার্জশিট দাখিল করেন। সাক্ষ্য গ্রহণ শেষে আসামিকে দোষী সাব্যস্ত করে আজ আদালত বুধবার রায় ঘোষণা করেন। রায়ে দুর্নীতি দমন কমিশন আইনের ২৬ (২) ধারায় মো. মোস্তাক আহম্মেদকে দুই বছরের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

 

 

স/শা