দুর্গাপুর মাড়িয়া ইউনিয়নে দায়িত্ব গ্রহণ করলেন নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যরা

 

দুর্গাপুর প্রতিনিধি:  
দুর্গাপুর উপজেলার ৬নং মাড়িয়া ইউনিয়নে নবনির্বাচিত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সম্রাটসহ ১২জন ইউপি সদস্য ও সদস্যাগণ দায়িত্ব গ্রহণ করেছেন। রবিবার বিকেলে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে মাড়িয়া ইউনিয়ন পরিষদ সভা কক্ষ্যে এই দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে ইউপি সচিব হাসানুজ্জামান বাবু’র সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মাড়িয়া ইউনিয়নে নবনির্বাচিত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সম্রাট। এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দুর্গাপুর পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন। অনুষ্ঠানে ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মিজানুর রহমানের সঞ্চলনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রদ্যুৎ কুমার সরকার, জেলা আওয়ামী লীগের সদস্য একেএম শামসুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম, মাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছলেমান আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরিফ।


এছাড়াও অনুষ্ঠানে নবনির্বাচিত ইউপি সদস্যদের মধ্যে দায়িত্ব গ্রহণ করেন ১নং চৌবাড়িয়া ওয়ার্ডের ইউপি সদস্য আমিনুল ইসলাম, ২নং হোজা অনন্ত কান্দি ওয়ার্ডের সদস্য আব্দুল হালিম, ৩নং কিসমত হোজা ওয়ার্ডের সদস্য শরিফুল ইসলাম, ৪ নং কাশিমপুর ওয়ার্ডের সদস্য মোজাম্মেল হক ৫নং শাহবাজপুর ওয়ার্ডের সদস্য দুলাল উদ্দিন, ৬নং ওয়ার্ডের সদস্য হান্নান মন্ডল, ৭নং পালি ওয়ার্ডের সদস্য মোকছেদ আলী, ৮নং জয় কৃষ্ণপুর ওয়ার্ডের সদস্য আবদুর রহমান বাদল, ৯ নং চক জয় কৃষ্ণপুর ওয়ার্ডের সদস্য শাহাদৎ হোসেন, সংরক্ষিত ১.২.৩ নং ওয়ার্ডের সদস্যা রোজিনা আক্তার,৪.৫.৬ নং ওয়ার্ডের আলেয়া বেগম ও ৭.৮.৯ নং ওয়ার্ডের মেনুকা বিবি। এর আগে গত ১৬ ফেব্রুয়ারি জেলা প্রশাসকের কার্যালয়ে শপথ নেন মাড়িয়া ইউনিয়নে নবনির্বাচিত চেয়াম্যান জাহাঙ্গীর আলম সম্রাট ও ১৭ ফেব্রুয়ারি দুর্গাপুর উপজেলা পরিষদের শপথ নেন ইউপি সদস্যরা।