দুর্গাপুর পৌরসভা নির্বাচনে টুলু’র মনোনয়নপত্র উত্তোলন

দুর্গাপুর প্রতিনিধি :  রাজশাহীর দুর্গাপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রভাষক আমিনুল হক টুলু মনোনয়নপত্র উত্তোলন করেছেন। সোমবার দুপুরে উপজেলা নির্বাচন অফিস থেকে তিনি আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে এই মনোনয়নপত্র উত্তোলন করেন। আমিনুল হক টুলু সাবেক উপজেলা আওয়ামী লীগের কার্যনিবার্হী কমিটি সদস্য ও সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি।

মনোনয়নপত্র উত্তোলনকালে উপস্থিত ছিলেন, ৫নং ঝালুকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাহার আলী,জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শমসের আলী, দেলুয়াবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ বাচ্চু, আওয়ামী লীগ নেতা শিক্ষক রফিকুল ইসলাম, আব্দুল হানিফ, সাবেক উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক বাকিউল আলম লিটন, জেলা সৈনিক লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ছলিমুদ্দিন, পৌরসভা যুবলীগের সভাপতি বেলাল হোসেন, উপজেলা সৈনিক লীগের সভাপতি নুর হোসেন,সাধারণ সম্পাদক তুষার,

উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক গোলাপ হোসেন,১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রহিমুদ্দিন,২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস,৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুর ইসলাম, সাধারণ সম্পাদক হায়দার আলী,৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু সাইদ, সাধারণ সম্পাদক হযরত আলী,৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি একরাম আলী, সাধারণ সস্পাদক আয়েন উদ্দিন,৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম,পৌর ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক শিমুল প্রমুখ।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, দুর্গাপুর পৌর নির্বাচন উপলক্ষে সোমবার পর্যন্ত মেয়র পদে ৭ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩১জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৮ প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন। মনোনয়পত্র দাখিলের শেষ তারিখ আগামি ২ ফেব্রুয়ারি। এই পৌরসভায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামি ২৮ ফেব্রয়ারি।

স/আ.মি