ভোটারদের বাধা-হুমকি: দুর্গাপুর পৌরসভায় আ.লীগের মিঠু মেয়র নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর দুর্গাপুর পৌরসভার উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাজেদুর রহমান মিঠু নির্বাচিত হয়েছেন। মিঠু ৮ হাজার ৫৪৯ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম বিএনপির স্বতন্ত্র প্রার্থী জার্জিস হোসেন সোহেল পেয়েছেন ৩ হাজার ৬৯৪ ভোট।

এছাড়াও বিএনপির আরেক স্বতন্ত্র প্রার্থী মোশাররফ হোসেন পেয়েছেন ২৬২ ভোট ও জিয়াউল হক পেয়েছেন ১০৯ ভোট।

এদিকে সকাল থেকে ভোটগ্রহণ শুরু হওয়ার পর থেকেই বিভিন্ন কেন্দ্রে বিএনপির নেতা কর্মীদের ভোট প্রদানে যেতে বাধা প্রয়োগ করা হয় বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা। এ সময় ছাত্রলীগের হৃদয় নামের এক কর্মীকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে ছেড়ে দেওয়া হয়।

অন্যদিকে, পৌরসভার নৈতিক কেন্দ্রে ভোট শুরু হওয়ার পর থেকে ভোটারদের উপস্থিতি ছিল খুবই কম সংখ্যক। সকালে দুর্গাপুর পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করতে যাওয়ার সময় বিএনপি নেতা কর্মীদের বাধা প্রয়োগ করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এছাড়াও বহরমপুর, ধরমপুরসহ আরও কয়েকটি কেন্দ্রে বিএনপির সমর্থকদের ভোট দিতে যেতে বাধা দেয়া হয়েছে।

স/আর