মঙ্গলবার , ২০ আগস্ট ২০২৪ | ৪ঠা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

দুর্গাপুর পৌরসভায় প্রশাসক সুমন চৌধূরীর দায়িত্ব গ্রহন

Paris
আগস্ট ২০, ২০২৪ ৫:১৯ অপরাহ্ণ

দুর্গাপুর প্রতিনিধি:
দুর্গাপুর পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহন করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমন চৌধুরী। স্থানীয় সরকারের প্রজ্ঞাপন অনুযায়ী দুর্গাপুর পৌরসভার প্রশাসক হিসেবে গতকাল মঙ্গলবার প্রথম অফিস করেন তিনি।

প্রথম কার্যদিবস হওয়ায় পৌরসভায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভা সচিব (চলতি দায়িত্ব) শাহাবুল হক, হিসাব রক্ষক হাবিবুর রহমান, কার্যসহকারী রতন কুমার, কর নির্ধারক আকরাম আলী, লাইসেন্স পরিদর্শক খাইরুল বাসার, কর পরিদর্শক রাশিদা খাতুন, টিকাদানকারী হযরত আলী, আদায়কারী নুরুল ইসলাম, স্বাস্থ্য সহকারী মাহাবুব আলম, নাসরিন সুলতানা, অফিসসহকারী কাম কম্পিউটার অপারেটর সাইদুর রহমান, মেকানিক ইসলাম আলী, অফিস সহায়ক শরিফুল ইসলাম, জনাব আলী প্রমূখ।

১৮ আগস্ট রোববার স্থানীয় সরকার বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। পৌরসভায় প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪থ এর ধারা-৪২ক এর উপধারা মোতাবেক পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত কর্মকর্তাগণকে তাদের নামের পাশে বর্ণিত পৌরসভার প্রশাসক নিয়োগ প্রদান করা হলো। নিয়োগকৃত প্রশাসকগণ স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ৪২(ক) এর উপধারা ৩ মোতাবেক পৌরসভার মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবে।

সর্বশেষ - রাজশাহীর খবর