দুর্গাপুর প্রতিনিধি:
দুর্গাপুর ডিগ্রী কলেজ জাতীয়করণের দাবীতে উপজেলা সকল স্তরের জনসাধারনের সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার সদর হাট মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, দুর্গাপুর প্রাণ কেন্দ্রে অবস্থিত প্রাচীন ও ঐতিহ্যবাহী দুর্গাপুর ডিগ্রী কলেজের নাম জাতীয়করণ তলিকায় অন্তর্ভূক্ত না করে দুর্গাপুর বাজার থেকে ১৭ কিলোমিটার দুরে নাম গন্ধবিহীন উপজেলা শেষ প্রান্তে অবস্থিত দাওকান্দি কলেজটি জাতিয়করণ করা হয়েছে। এ থেকে দুর্গাপুর উপজেলাবাসি সকল প্রকার সুযোগ সুবিধা থেকে পুরোপুরি বঞ্চিত হবে। দুর্গাপুর ডিগ্রী কলেজের নাম জাতীয়করণে তালিকায় অন্তর্ভূক্ত করার জন্য বক্তারা স্থানীয় সংসদ সদস্য ও মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি কামনা করেছেন।
সমাবেশে দুর্গাপুর ডিগ্রী কলেজের সদস্য ও পৌর আ.লীগের সভাপতি আব্দুল মান্নান ফিরোজের সাভাপতিত্বে ও সংগ্রাম কমিটির আহবায়ক প্রভাষক আমিনুল হক টুলু’র পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্গাপুর উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুঠিয়া উপজেলা চেয়ারম্যান ও দুর্গাপুর ডিগ্রী কলেজের অধ্যাপক আনারুল আলম জুম্মা,দুর্গাপুর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তোফাজ্জল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ জামাল উদ্দিন,উপজেলা আ.লীগের সাবেক যুগ্ন সম্পাদক ও অত্র কলেজের সদস্য আবু ওবাইদা মাসুম,জয়নগর ইউপি চেয়ারম্যান সমসের আলী,পুজা উদযাপন পরিষদের সভাপতি বিনয় কুমার সরকার, দুর্গাপুরে ডিগ্রী কলেজের সহযোগি অধ্যক্ষ আব্দুল আজিদ, দুর্গাপুর বাজার সমিতির সভাপতি মোতালেব হোসেন,দুর্গাপুর উপজেলা আ.লীগের সাবেক সহসভাপতি একেএম সামসুল ইসলাম,সংগঠনিক সম্পাদক আব্দুল হালিম,সাবেক যুবলীগ সভাপতি সাহাদত হোসেন,দুর্গাপুর পৌর আ,লীগের সাধারণ সম্পাদক আজাহার আলী,দুর্গাপুর পৌরসভার সাবেক মেয়র সাইদুর রহমান মুন্টু।
এ সময় দেলুয়াবাড়ী ইউপি চেয়াম্যান রিয়াজুল ইসলাম রেন্টু,পানানগর ইউপি চেয়ারম্যান আজাহার আলী,দুর্গাপুর উপজেলা যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম মিঠু,সাধারণ সম্পদক ছালিমুদ্দিন পৌর যুবলীগের সভাপতি বেলাল হোসেন,সাধারণ সম্পাদক আবুল বাশার,উপজেলা ছাত্রলীগের সভাপতি আলমগীর হোসেন,সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরিফসহ দুর্গাপুর উপজেলার সকল স্তরের জনসাধারণ ও দুর্গাপুর ডিগ্রী কলেজের সকল শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দুর্গাপুর ডিগ্রী কলেজ জাতীয়করণের লক্ষ্যে সকলের গণ স্বাক্ষর গ্রহন করা হয়।
স/শ