দুর্গাপুরে ব্যাপক ঝড়-বৃষ্টি

দুর্গাপুর প্রতিনিধি:

দুর্গাপুর উপজেলার ৭টি ইউনিয়নের ওপর দিয়ে বয়ে গেছে কাল বৈশাখী ঝড় ও শিলা বৃষ্টি। এই ঝড় বৃষ্টিতে আমসহ উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে দুর্গাপুর সদর,মাড়িয়া,কিসমত গনকৌড়,পানানগর,নওপাড়া, ঝালুকা ও জয়নগর ইউনিয়নের বিভিন্ন গ্রামের ওপর দিয়ে বয়ে যায় এ কালবৈশাখী ঝড় । এতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

অনেক স্থানে গাছ পালাও ভেঙে পড়েছে। এই ঝড়ের সাথে প্রায় ৫৫মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
জানা গেছে, বৃহস্পিতবার বিকেলে ৫ টার দিকে হঠাৎ করে আকাশ অন্ধকার হয়ে প্রথম বৃষ্টি শুরু হয়। এরপর বৃষ্টির সাথে ব্যাপক ঝড় বয়েইতে শুরু করে। প্রায় আধা ঘণ্টা ব্যাপী এই ঝড় বৃষ্টি বয়ে যায়।

এর পাশাপাশি অল্প কয়েক মিনিট শিলাও পড়ে। এতে আম বোরো ধান, ভুট্টা,পানের বরজসহ উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। তবে বিকেল সাড়ে ৫ টার পর বৃষ্টির গতিবেগ কমিয়ে সন্ধ্যা সাড়ে ৭ টা পর্যন্ত টিপটিপ বৃষ্টি ঝরতে থাকে।

এবিষয়ে দুর্গাপুর উপজেলা কৃষি কর্মকর্তা মসিউর রহমান বলেন,আমরা ইতি মধ্যে ঝড়ে ফসলের কি পরিমান ক্ষতি হয়েছে তা খোঁজ খবর শুরু করেছি। ক্ষতিগ্রস্ত চাষিদের তালিকা করে ব্যবস্থা নেয় হবে।

স/আর