দুর্গাপুরে বিভিন্ন পূজামন্ডব পরিদর্শন করলেন এমপি মনসুর রহমান

দুর্গাপুর প্রতিনিধি:
রাজশাহীর দুর্গাপুর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন রাজশাহী-৫ দুর্গাপুর-পুঠিয়া আসনের সংসদ সদস্য প্রফেসর ডাঃ মনসুর রহমান। একই সাথে দুর্গাপুর উপজেলার পানানগর ইউনিয়নের খাস খামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন তিনি। সোমবার সকাল ১১ টা থেকে শুরু করে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার বিভিন্ন পূজা মন্ডপে মন্ডপে গিয়ে মন্দির পুরদর্শন করেন। এবং পূজা কমিটির নেত্রীবৃন্দের সাথে কথা বলেন। সেই সাথে তাদের আয়োজিত আলোচনা সভায়ও বক্তব্য রাখেন তিনি।এদিকে পরিদর্শনকলে প্রতিটি পূজা মন্ডবে নগদ অর্থ সহায়তা প্রদান করেন সাংসদ মনসুর রহমান।


এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, কিসমত গণকৌড় ইউপি চেয়ারম্যান আবুল কালাম,দেলুয়াবাড়ী ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রেন্টু, পানানগর ইউপি চেয়ারম্যান আজাহার আলী, উপজেলা আওয়ামীলীগের সাবেক কার্যনির্বাহী কিমিটির সদস্য প্রভাষক আমিনুল হক টুলু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ছালিমুদ্দিন, দেলুয়াবাড়ী ইউনিয়ন আ.লীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ বাচ্চু, পৌর যুবলীগের সভাপতি বেলাল হোসেন,সাধারণ সম্পাদক আবুল বাশার,উপজেলা চাত্রলীগের সাবেক সভাপতি আলমগীর হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাকিল খান,সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিপন প্রমূখ। পরিদর্শনের সময় এমপি প্রফেসর ডাঃ মনসুর রহমান পূজা মন্ডপের কমিটির দাবি সমূহ শোনেন ও তা পর্যায়ক্রমে পূরনের আশ্বাস দেন। তিনি বলেন, ধর্ম যার যার উৎসব সবার এই বাণীকে সামনে রেখে আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে এ উৎসব পালন করবো।