দুর্গাপুর প্রতিনিধি:
রাজশাহী দুর্গাপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। আজ সোমবার বিকেলে উপজেলা কৃষি সম্প্রসরণ অধিদপ্তরের আয়োজনে খরিপ-১/ ২০১৯-২০ মৌসুমে উচ্চ ফলনশীল আউশ প্রণোদনা কর্মসূচির আওতায় এই সার-বীজ বিতরণের উদ্বোধন করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার লিটন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসেনর সংসদ সদস্য প্রফসের ডাক্তার মনসুর রহমান।
এ সময় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মসিউর রহমান। উক্ত অনুষ্ঠানে উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ পাপিয়া রহমান মৌরীর সঞ্চলনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, দুর্গাপুর পৌরসভার মেয়ার তোফাজ্জল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মোতালেব মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, দুর্গাপুর থানার (ওসি) আব্দুল মোতালেব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার বেলাল হোসাইন, ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম, আজাহার আলী, উপসহকারী কৃষি কর্মকর্তা মখলেছুর রহমান প্রমূখ।
এদিকে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টর ও সাউন্ড সিস্টেম বিতরণ করা হয়েছে।
স/অ