দুর্গাপুরে দরিদ্র ৪০ জেলের পরিবার পেল ছাগল

দুর্গাপুর প্রতিনিধি:
দুর্গাপুরে মৎস্য অধিদপ্তরাধীন রাজশাহী বিভাগে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২০-২১ অর্থবছরের দরিদ্র জেলেদের বিকল্প আয়বর্ধক কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে দরিদ্রদের মাঝে ছাগল বিতরণ ও বাস্তবায়নাধীন প্রদর্শনীর উপকরণ বিতরণ করা হয়েছে। রবিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তর আয়োজনে উপজেলা চত্বরে এই ছাগল বিতরণ করা হয়। এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসনের সংসদ সদস্য প্রফেসর ডাক্তার মনসুর রহমান।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মহসীন মৃধা। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আব্দুল মোতালেব, মহিলা ভাইস বানেছা বেগম, উপজেলা কৃষি অফিসার মসিউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার বেলাল হোসাইন, উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসমত আলী, দেলুয়াবাড়ী ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রেন্টু প্রমূখ। অনুষ্ঠানে সার্বিক পরিচালনায় ছিলেন উপজেলা মৎস্য অফিসার ইমরুল কায়েস। অনুষ্ঠানে উপস্থিত ১০জন দরিদ্র জেলেদের মাঝে প্রত্যেককে ৪টি করে ছাগল বিতরণ করা হয়। মোট ৪০জনের মাঝে ৪টি করে এই ছাগল বিতরণ করা হবে।