দুর্গাপুর প্রতিনিধি:
দূর্যোগের ঝুঁকি কমাতে হলে কৌশল সমূহ বলতে হবে, এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুর্গাপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রমশন দিবস ২০১৬ উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্তারুন্নাহারের সম্পতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, দুর্গাপুর উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বেলাল হোসইন, উপজেলা সহকারি কমিশনা (ভুমি) রাজিবুল ইসলাম খাঁন, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ জামাল উদ্দিন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেওয়ান নাজমুল আলম।
এসময় আরো উপস্থিত ছিলেন, কৃষি কর্মকর্তা ড. বিমল কুমার, সমবায় কর্মকর্তা প্রফুল্ল কুমার,পল্লী উন্নয়ন কর্মকর্তা হাবিবুর রহমান,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডর আব্দুল গণি বখারি, প্রাণী সম্পদ কর্মকর্তা সাইফুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি একেএম সামসুল ইসলাম প্রমূখ।
স/আ