দুই ল্যাবে রাজশাহীর ৭৮ জনসহ আরো ৮৫ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর দুইটি ল্যাবে বুধবার (৮জুলাই) মোট ৮৫ জনের করোনা ধরা পড়েছে। এদের মধ্যে রাজশাহী নগরীর ৬০ জন, পবা উপজেলার ১১ জন, গোদাগাড়ীর ৩ জন ও মোহনপুরের ৪ জন।

বাকি ৭ জনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ৬ জন ও নাটোরের ১ জন।

এদিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা পরীক্ষা ল্যাবে এদিন দুই সিফটে মোট ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। যেখানে ৪৮ জনের করোনা ধরা পড়ে।

এদের মধ্যে ৪৬ জন নগরীর ও ২জন মোহনপুরের। বিষয়টি নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস।

রামেক হাসপাতালের ল্যাবে শনাক্ত নগরীর ৪৬ জনের মধ্যে চিকিৎসক ৫জন, নার্স ২জন, হাসপাতালের এমএলএসএস ২জন, পুলিশের সদস্য ৩জন, র‌্যাবের সদস্য ১জন, ইসলামী ব্যাংকে কর্মরত ৬জন।

আর রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ল্যাবে বুধবার ১৮৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৩৭ জনের করোনা পজিটিভ।

শনাক্তদের মধ্যে ৩০ জন রাজশাহী জেলার। এদের মধ্যে নগরীর ১৪ জন, পবার ১১ জন, গোদাগাড়ীর ৩ জন ও মোহনপুরের ২ জন।

বাকি ৭ জনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ৬ জন ও নাটোরের ১ জন। বিষয়টি নিশ্চিত করেছেন রামেকের ভাইসপ্রিন্সিপাল ডা. বুলবুল হাসান।

এদিকে রাজশাহীর সিভিল সার্জনের দেয়া তথ্য মতে, মঙ্গলবার সন্ধ্যা (৭জুলাই) পর্যন্ত রাজশাহী জেলায় মোট ১হাজার ৩৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। যাদের মধ্যে নগরীর ১ হাজার ২৩জন এবং জেলার ৯টি উপজেরলার ৩১৫জন। এদের মধ্যে মারা গেছেন ১২ জন, আর সুস্থ হয়েছেন ১১৯জন।

স/রা