বৃহস্পতিবার , ২৮ সেপ্টেম্বর ২০১৭ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

দুই ম্যাচ সিরিজে আজ মাঠে নামছে মুশফিকরা

Paris
সেপ্টেম্বর ২৮, ২০১৭ ১০:৪৪ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে আজ বৃহস্পতিবার স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামছে সফরকারী বাংলাদেশ। পচেফস্ট্রমে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।
ম্যাচটি দেখা যাবে বেসরকারি টিভি চ্যানেল গাজী টিভি (জিটিভি) টিভিতে। এ ছাড়া ম্যাচটি ভারতীয় স্পোর্টস চ্যানেল সনি সিক্স ও যুক্তরাজ্যভিত্তিক স্কাই স্পোর্টসে সরাসরি সম্প্রচার করা হবে। এ ছাড়া র‌্যাবিটহোল (Rabbithole) অ্যাপের মাধ্যমেও অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীরা ম্যাচটি সরাসরি দেখতে পারবেন।

দক্ষিণ আফ্রিকার ভিন্ন কন্ডিশনে নিজেদের সামর্থ্যের সবটুকু দিয়ে ভালো করতে চায় মুশফিক বাহিনী। অন্যদিকে টাইগারদের বিপক্ষে ঘরের মাঠে নিজেদের আধিপত্য ধরে রাখতে চায় প্রোটিয়ারা। অন্যদিকে প্রোটিয়াদের বিপক্ষে সাদা পোশাকে এ পর্যন্ত ১০টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। যার মধ্যে প্রথম আটটিতেই হেরেছে টাইগাররা। আর ২০১৫তে ঘরের মাটিতে ড্র করেছে দুই ম্যাচ।

প্রসঙ্গত, ২ টেস্ট, ৩ ওয়ানডে ও ২ টি-টোয়েন্টির পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে গেল ১৬ সেপ্টেম্বর দেশ ছাড়ে টাইগাররা।
সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ব্লুমফন্টেইনে ৬ অক্টোবর। ১২ অক্টোবর ব্লুমফন্টেইনে প্রস্তুতি ম্যাচ দিয়ে শুরু হবে সীমিত ওভারের ক্রিকেটের যাত্রা। ১৫ অক্টোবর কিম্বার্লিতে হবে প্রথম ওয়ানডে। দ্বিতীয় ওয়ানডে হবে পার্লে ১৮ অক্টোবর। ২২ অক্টোবর ইস্ট লন্ডনে হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। আর প্রথম টি-টোয়েন্টি হবে ব্লুমফন্টেইনে ২৬ অক্টোবর। ২৯ অক্টোবর পচেফস্ট্রমে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি দিয়ে শেষ হবে টাইগারদের মিশন।

সর্বশেষ - খেলা