দুই দিন পরপর করোনা পরীক্ষা অস্বস্তিকর : শান্ত

শ্রীলঙ্কা সফর উপলক্ষে কঠোর অনুশীলন শুরু করেছে বাংলাদেশ জাতীয় দল। তবে সেটা অবশ্যই বায়ো সুরক্ষিত পরিবেশে। সবার সুস্থতা নিশ্চিত করতে নিয়মিত করোনা পরীক্ষা করাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে বারবার নাকের ভেতরে কিট প্রবেশ করানোর এই যন্ত্রণা সহ্য করা কঠিন। যেমনটা হচ্ছে তরুণ ব্যাটসম্যান নাজমুল ইসলাম শান্তর ক্ষেত্রে। দুইদিন পরপর করোনা পরীক্ষা ২২ বছর বয়সী শান্তর কাছে অস্বস্তিকর।

করোনার কারণে সবকিছু বদলে গেছে। ক্রিকেটারদের এখন নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে খুব কষ্ট করতে হচ্ছে। আজ মিরপুর শের-ই-বাংলায় অনুশীলন শেষে সাংবাদিকদের শান্ত বলেন, ‘এটা অনেক কঠিন। পরীক্ষার কথা বললে, দুই দিন পর পর এটা একটু অস্বস্তি লাগে। নাকের ভেতর কিট দেওয়া, পরীক্ষা করা- খুব অস্বস্তিকর। কোয়ারেন্টিনে থাকতে কারও ভালো লাগে না। এত নিরাপত্তার মধ্যে থাকাটা স্বচ্ছন্দ বোধ করি না। তবু ধীরে ধীরে মানিয়ে নিচ্ছে সবাই। এভাবেই অনুশীলন করতে হবে, খেলতে হবে।’

ক্যাম্পে থাকা বাংলাদেশ দলের খেলোয়াড়দের এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে তিনবার। সর্বশেষ দুই পরীক্ষা হয়েছে মাত্র ৩ দিনের মধ্যে! অস্বস্তি হতেই পারে। পাঁচ মাস পর ক্রিকেটে ফেরা শান্ত অবশ্য লকডাউনটা ইতবাচকভাবেই নিয়েছেন, ‘লকডাউনে ইতিবাচক দিক বলতে অতীতে যে ভুলগুলো ছিল বা অতীতে যেখানে ভালো করেছি সেসব নিয়ে চিন্তা করার খুব ভালো সুযোগ পেয়েছি। সেগুলো নিয়ে কাজও করেছি। সামনে যদি সুযোগ পাই তাহলে অভিজ্ঞতাটা কাজে দেবে। নিজের খেলাগুলো নিয়ে ভালো বিশ্লেষণ করতে পেরেছি, যেটা আমাকে অনেক উপকৃত করেছে।’

 

সূত্রঃ কালের কণ্ঠ