দুই জেলায় মাদকসহ চার ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর বাগমারা ও নওগাঁ মিলে দুই জেলায় গাঁজা ও ফেনসিডিলসহ চারজনকে গ্রেফতার করেছে র‌্যাব। এর মধ্যে বাগমারায় ৯৬ বোতল ফেনসিডিল ও নওগাঁয় ৩০ কেজি গাঁজা জব্দ করা হয়। এসময় একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।

শনিবার (০৫ ডিসেম্বর) র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলার বাগমারার কালাপাড়ায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী শফিকুল কবিরাজকে (৪০) ৯৬ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়।

শফিকুর বাগমারার বড়বাড়িয়া এলাকার আবদুল জব্বারের ছেলে। তার বিরুদ্ধে বাগমারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্র আইনে মামলা হয়েছে।

অন্যদিকে, নওগাঁ জেলার সদরের নওগাঁ টু বগুড়া হাইওয়ে রাস্তায় অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

এসময় চালক জাহাঙ্গীর আলমকে (২৬) গ্রেফতার করা হয়। জাহাঙ্গীর চুয়াডাঙ্গার দর্শনার দক্ষিণ চাঁদপুর এলাকার ইসাহাক আলীর ছেলে। এছাড়া মেহেদী হোসেন (২৩)। তিনি নওগাঁর বদলগাছী এলাকার কাজল হোসেনের ছেলে। অপর আসামি হলেন- বগুড়ার ধুনটের নবীনগর এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে শাহাদাত হোসেন (২৩)। এসময় তাদের থেকে ৩০ কেজি গাঁজা, একটি প্রাইভেটকার, ৩টি মোবাইল ফোন নগদ ৭ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

তাদের বিরুদ্ধে নওগাঁ জেলার সদর থানায় মামলা হয়েছে।

স/জে