দুই ছেলের পর করোনায় প্রাণ গেল মায়ের

ঝিনাইদহের কালীগঞ্জে করোনায় দুই ছেলের মৃত্যুর পর এবার প্রাণ গেল মা রাবেয়া খাতুনের (৭৫)। বৃহস্পতিবার বেলা ১১টায় ঝিনাইদহ কোভিড ডেডিকেটেড হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

রাবেয়া বেগম কালীগঞ্জ উপজেলার আলাইপুর গ্রামের মৃত সলেমান মোল্লার স্ত্রী।

জানা গেছে, রাবেয়া বেগম গত শুক্রবার করোনা উপসর্গ নিয়ে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। এরপর সেখান থেকে শনিবার তার নমুনা সংগ্রহ করা হয়। সোমবার রাবেয়া বেগমের করোনা পজিটিভ আসে। এরপর তিনি ঝিনাইদহে কোভিড ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

গত ২২ আগস্ট করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তার বড় ছেলে সাপাউল করিম। এর ৫ দিন পর ২৭ আগস্ট করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন ছোট ছেলে বাবলু করিম। তিনি কালীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে কর্মরত ছিলেন।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. সুলতান আহমেদ জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তিনি ঝিনাইদহ কোভিড ডেডিকেটেড হাসাপাতালে মৃত্যুবরণ করেন। এর আগে এই বৃদ্ধার দুই ছেলে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।

 

সূত্রঃ যুগান্তর