দিল্লির নতুন অধিনায়কের রেকর্ড গড়ার হাতছানি

সিল্কসিটিনিউজ ডেস্ক: স্রেয়াশ আইয়ার কাঁধের চোটের কারণে ছিটকে যাওয়ায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক করা হয় ঋষভ পন্থকে।

আইপিএলে সবচেয়ে কমবয়সী অধিনায়ক হয়ে ইতিহাস গড়েছেন পন্থ। এখন তিনি আরও একটি মাইলফলকের সামনে।

আইপিএলে চলতি আসরে পন্থ যদি দিল্লি ক্যাপিটালসকে শিরোপা উপহার দিতে পারেন তাহলে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মাকে ছাড়িয়ে নতুন ইতিহাস গড়বেন তিনি।

২০১৩ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়কের দায়িত্ব পান রোহিত শর্মা। সেই বছরই দলকে প্রথম শিরোপা উপহার দেন হিটম্যান খ্যাত এই তারকা ওপেনার। মাত্র ২৬ বছর ২৬ দিন বয়সে দলকে শিরোপা উপহার দেন রোহিত। আইপিএল ইতিহাসে যা সবচেয়ে কমবয়সী অধিনায়ক হিসেবে শিরোপা জয়ের রেকর্ড।

ঋষভ পন্থের বয়স এখন মাত্র ২৩। এ বছর তিনি যদি দিল্লিকে শিরোপা উপহার দিতে পারেন তাহলে আইপিএলে রেকর্ড হবে।

শনিবার চেন্নাই সুপার কিংসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে পন্থের নেতৃত্বাধীন দিল্লি ক্যাপিটালস।