দিল্লিকে হারিয়ে প্রথম জয়ের দেখা পেল হায়দরাবাদ

অবশেষে কক্ষপথ পেল সানরাইজার্স হায়দরাবাদ। সাবেক চ্যাম্পিয়নরা আইপিএলের এবারের আসরে প্রথম দুই ম্যাচই হেরে বসে। তৃতীয় ম্যাচে এসে জয়ের স্বাদ পেল দলটি। সেটিও আবার দারুণ ছন্দে আসর শুরু করা দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে।

মঙ্গলবার আবুধাবিতে অলরাউন্ড নৈপুণ্যে দিল্লিকে ১৫ রানে হারায় হায়দরাবাদ। দিল্লি আবার প্রথম দুই ম্যাচে জয়ের পর তৃতীয় ম্যাচে এসে হারের মুখ দেখল।

টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৬২ রান করে হায়দরাবাদ। জনি বেয়ারস্টো সর্বোচ্চ ৫৩ রান করেন ৪৮ বলে। এ ছাড়া ডেভিড ওয়ার্নার ৩৩ বলে ৪৫ ও কেন উইলিয়ামসন মাত্র ২৬ বলে ৪১ রান করেন। দিল্লির পক্ষে কাগিজো রাবাদা ও অমিত মিশ্র ২টি করে উইকেট নেন।

১৬৩ রানের লক্ষ্যে খেলতে নেমে ভুবনেশ্বর কুমার প্রথম ওভারেই পৃথ্বী শকে (২) তুলে নেন। শিখর ধাওয়া (৩৪) ও অধিনায়ক শ্রেয়াস আয়ার (১৭) ধাক্কা সামলানোর চেষ্টা করেন। তবে ৪০ রানের বেশি বড় হয়নি এই জুটি। দুজনের উইকেটই তুলে নেওয়ার পর রিশভ পন্তকেও (২৮) তুলে নেন রশিদ খান।

মাঝে শিমরন হেটমায়ারকে (২১) ফেরান ভুবনেশ্বর কুমার। মার্কাস স্টয়নিসও (১১) দলকে পথ দেখাতে পারেনি। শেষ পর্যন্ত ৭ উইকেটে ১৪৭ রানে থামে দিল্লি। রশিদ খান সর্বাধিক ৩ উইকেট নিয়ে হন ম্যাচসেরা।

 

সূত্রঃ কালের কণ্ঠ