দিলীপ ঘোষকে সরিয়ে দিল বিজেপি

পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতির পদ থেকে দিলীপ ঘোষকে সরিয়ে দিয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। তার জায়গায় নতুন সভাপতি হচ্ছেন সুকান্ত মজুমদার।

বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা এ ঘোষণা দেন।

সোমবার এ তথ্য জানায় ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা।

খবরে বলা হয়,পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতির পদ থেকে দিলীপ ঘোষকে হঠাৎ সরিয়ে দিল বিজেপি। তার জায়গায় নতুন সভাপতি হচ্ছেন সুকান্ত মজুমদার। সুকান্ত বালুরঘাটের বিজেপির এমপি।

রাজ্য সভাপতি হিসেবে দিলীপের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৩ সালের জানুয়ারিতে।

তবে সুকান্ত বিজেপির রাজ্য সভাপতি হিসেবে মনোনীত হলেন প্রাথমিক ভাবে।

এর পর তাকে নির্বাচিত হতে হবে সাংগঠনিক প্রক্রিয়ায়। বিজেপির নিয়ম অনুসারে কেউ দুবারের বেশি বিজেপির রাজ্য সভাপতি পদে থাকতে পারেন না।

ঘটনাচক্রে উত্তরবঙ্গ থেকে এই প্রথম কেউ বিজেপির রাজ্য সভাপতি হলেন।

এর আগে দলের রাজ্য সভাপতি হয়েছিলেন তপন শিকদার। তিনি মূলত উত্তরবঙ্গের বাসিন্দা হলেও, থাকতেন কলকাতায়।

 

সূত্রঃ যুগান্তর