সিল্কসিটিনিউজ ডেস্ক :
গত মৌসুমে জার্মান ফুটবলে একের পর এক ইতিহাস গড়া বেয়ার লেভারকুসেনও লিভারপুলের জয়ের লাগাম টেনে ধরতে পারেনি। চ্যাম্পিয়নস লিগে কেবল দ্বিতীয় দল হিসেবে শতভাগ সাফল্য ধরে রাখলো ইংলিশ জায়ান্টরা। লুইজ দিয়াজের হ্যাটট্রিকে মঙ্গলবার অ্যানফিল্ডে জাবি আলোনসোর দলকে ৪-০ গোলে হারিয়েছে লিভারপুল।
আর্নে স্লটের দল আপাতত চ্যাম্পিয়নস লিগের টেবিলে এক নম্বর স্থান দখল করেছে। চার ম্যাচে এটি তাদের চতুর্থ জয়। তারা ছাড়া কেবল অ্যাস্টন ভিলা শতভাগ জয়ের রেকর্ড ধরে রেখেছে। বুধবার দলটি ক্লাব ব্রুগের বিপক্ষে নিজেদের চতুর্থ ম্যাচ খেলবে।
২০০৫ সালে রেডদের হয়ে চ্যাম্পিয়নস লিগ ট্রফি উঁচিয়ে ধরেছিলেন আলোনসো। লেভারকুসেনের এই হার কোচ ও সাবেক লিভারপুল নায়কের ফেরা মাটি করে দিলো। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘পারফরম্যান্সের চেয়ে বেশি বেদনাদায়ক এই ফল। কিন্তু এটা চ্যাম্পিয়নস লিগ, সর্বোচ্চ পর্যায়ের প্রতিযোগিতা এবং আজ আমরা যথেষ্ট ভালো খেলিনি। এখানে আসার দারুণ অনুভূতিকে আমি বেদনাদায়ক ফল থেকে আলাদা করেছি। অ্যানফিল্ডের দর্শকদের কাছ থেকে উষ্ণ অভ্যর্থনায় আমি আপ্লুত।’
আলোনসোর যন্ত্রণাময় হারের বিপরীতে স্লট সাফল্যের ধারাবাহিকতায় ইয়ুর্গেন ক্লপের শূন্যতা ভালোভাবে পূরণ করে চলেছেন। লিভারপুলে এসে ১৬ ম্যাচে ১৪তম জয় পেলেন তিনি।
৬১তম মিনিটে চমৎকার গোলে গোলমুখ খোলেন দিয়াজ। লেভারকুসেনের ডিফেন্স চেড়া পাস দেন কুর্টিস জোনস, বল পেয়ে গোলকিপার লুকাস হারাডেকির মাথার ওপর দিয়ে দিয়াজ বল তুলে জড়িয়ে দেন জালে।
কডি গাকপো দুই মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন। মোহাম্মদ সালাহর ক্রসে ব্যাকপোস্ট থেকে ডাইভ করে জাল কাঁপান তিনি। অফসাইডে প্রথমে গোলটি বাতিল হলেও ভিএআরে সিদ্ধান্ত পাল্টে যায়।
৮৩তম মিনিটে দিয়াজ তার দ্বিতীয় গোল করেন। সালাহর ক্রস ধরে প্রতিপক্ষের চ্যালেঞ্জ সামলে লক্ষ্যভেদ করেন তিনি। স্টপেজ টাইমে ডারউইন নুনেজের শট ব্লকড হলে ফিরতি শটে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন দিয়াজ।
গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে মাত্র এক ম্যাচ হারা বুন্দেসলিগা চ্যাম্পিয়নদের প্রথম পরাজয়ের স্বাদ দেয় লিভারপুল। ছয়বারের চ্যাম্পিয়নরা চার ম্যাচে ১২ পয়েন্ট পেয়েছে। আর লেভারকুসেন দুই জয়ের বিপরীতে একটি করে ড্র ও হারে ১১তম স্থানে।
সূত্র: বাংলা ট্রিবিউন