‘দিদিকে বলোর’ পর এবার ‘এক ডাকে অভিষেক’

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের ‘দিদিকে বলো’ কর্মসূচির পর এবার এল ‘এক ডাকে অভিষেক’। তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জীকে সরাসরি অভিযোগ জানানোর মতোই এবার চালু হচ্ছে এক ডাকে অভিষেক। এরই মধ্যে এই বিষয়ে জোর তৎপরতা শুরু হয়েছে।

অভিষেক ও মমতা ব্যানার্জীর ছবি দিয়ে পোস্টারও টানানো হয়েছে ডায়মন্ড হারবার লোকসভা এলাকার বিভিন্ন স্থানে। অভিষেক ব্যানার্জীর কাছে সরাসরি সাধারণ মানুষের অভিযোগ জানাতে একটি টোল ফ্রি নম্বরও চালু করা হয়েছে।

২০১৯ সালে লোকসভা ভোটের পরে রাজ্যে তৃণমূল কংগ্রেস চালু করেছিল দিদিকে বলো কর্মসূচি। যে কর্মসূচির মাধ্যমে রাজ্যের বড় অংশের মানুষের কাছে পৌঁছে গিয়েছিল তৃণমূল। এবার সেই আঙ্গিকেই অভিষেক ব্যানার্জীর জনসংযোগের নতুন কর্মসূচি এক ডাকে অভিষেক।

জানা গেছে, দিদিকে বলো কর্মসূচির মাধ্যমে গোটা রাজ্যের মানুষের মন জয় করেছিলেন তৃণমূল কংগ্রেস। এবার এই কর্মসূচির মাধ্যমে ডায়মন্ড হারবারের মানুষের ঘরে ঘরে পৌঁছতে চান অভিষেক ব্যানার্জী। সেই কারণেই নাম দেওয়া হয়েছে এক ডাকে অভিষেক।

 

সুত্রঃ জাগো নিউজ