বৃহস্পতিবার , ১৪ নভেম্বর ২০২৪ | ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

দাফনের পর কবরের পাশে কি কি করা যাবে

Paris
নভেম্বর ১৪, ২০২৪ ৬:২৪ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

প্রশ্ন: আমাদের গ্রামে মৃত ব্যক্তিকে দাফন করার পর মৃত ব্যক্তির কবরের ওপরে মাথা ও পায়ের দিকে দুজন ব্যক্তি দাঁড়িয়ে একজন নিম্নোক্ত তিনটি প্রশ্নু

من ربك؟ من نبيك؟ ما دينك؟ (তোমার রব কে? তোমার নবী কে? তোমার দ্বীন কি?) করে, অপরজন উত্তর দেয়। তাদেরকে এই প্রশ্নোত্তর সম্পর্কে জিজ্ঞাসা করলে বলে, এটা নাকি মৃত ব্যক্তির জন্য তালকিন (উৎসাহ দেওয়া)।

জানার বিষয় হল, শরীয়তে কি এ তালকিনের কোনো ভিত্তি আছে? আর যদি না থাকে, তাহলে তা করা শরীয়তের দৃষ্টিতে কেমন?

উত্তর: দাফনের পর কবরে অবস্থান করে প্রশ্নোক্ত পদ্ধতির তালকিন করা শরীয়তসম্মত নয়। কোনো সহিহ হাদিস দ্বারা এভাবে তালকিন করা প্রমাণিত নয়। অনেক ফকিহ পরিষ্কার ভাষায় দাফনের পর এ ধরনের তালকিন করা থেকে বিরত থাকার কথা বলেছেন।

এক্ষেত্রে দাফনের পর কবরে অবস্থান করে হাদিস-আছার দ্বারা যতটুকু প্রমাণিত শুধু তা-ই করবে। এ ছাড়া অন্য কিছু করা থেকে বিরত থাকতে হবে।

হাদিস শরীফে দাফনের পর কবরে অবস্থান করে যে সব আমল করার কথা বর্ণিত হয়েছে সেগুলো হলু

এক হাদিসে বর্ণিত হয়েছে, মায়্যিতকে দাফন করার পর সেখানে কিছু সময় অবস্থান করে মায়্যিতের জন্য মাগফিরাতের দোয়া করবে এবং কবরে প্রশ্নের জবাবে সে যেন সুদৃঢ় থাকতে পারে সেজন্য আল্লাহর কাছে তার জন্য দোয়া করবে।

উসমান রা. থেকে বর্ণিত, তিনি বলেনু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো মৃত ব্যক্তির দাফন সম্পন্ন করতেন তখন তিনি কবরের পাশে দাঁড়িয়ে বলতেন, তোমরা তোমাদের ভাইয়ের জন্য মাগফিরাতের দোয়া কর এবং সে যেন (প্রশ্নের জবাবে) সুদৃঢ় থাকতে পারে সে দোয়া কর। কেননা এখনই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। (সুনানে আবু দাউদ, হাদিস ৩২১৩)

আরেক হাদিসে এসেছে, আমর ইবনুল আস রা. বলেনু আমি যখন মৃত্যুবরণ করব তখন যেন কোনো বিলাপকারী অথবা আগুন আমার জানাজার সাথে না থাকে। আমাকে যখন দাফন করবে তখন আস্তে আস্তে মাটি ঢালবে এবং দাফন সেরে একটি উট জবাই করে তার গোশত বণ্টন করা পরিমাণ সময় আমার কবরের পাশে অবস্থান করবে। যেন তোমাদের উপস্থিতিতে আমি আতঙ্কমুক্ত অবস্থায় আমার প্রতিপালকের ফেরেশতাদেরকে ভেবে চিন্তে জবাব দিতে পারি। (সহীহ মুসলিম, হাদিস ১২১)

আরেক হাদিসে দাফনের পর মায়্যিতের মাথার দিকে দাঁড়িয়ে সূরা বাকারার শুরু এবং শেষের আয়াতগুলো পড়ার কথা বর্ণিত হয়েছে। আবদুর রহমান ইবনুল আলা রাহ. বলেনু আমার পিতা আলা ইবনুল লাজলাজ রা. আমাকে বলেন, হে আমার প্রিয় পুত্র, যখন আমি মৃত্যুবরণ করব তখন আমার জন্য লাহদ (বুগলি কবর) খনন করবে। আমাকে কবরে রাখার সময় বলবেু

بِسْمِ اللهِ وَعَلٰى مِلَّةِ رَسُولِ اللهِ.

অতঃপর আমার কবরে আস্তে আস্তে মাটি ঢালবে। এরপর আমার মাথার পাশে সূরা বাকারার শুরু ও শেষ অংশ পড়বে। কেননা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনই বলতে শুনেছি। (আল মুজামুল কাবীর, তবারানী ১৯/২২০)

সুতরাং প্রশ্নোক্ত প্রথাটি পরিহার করে দাফনের পর কবরের পাশে অবস্থান করে শুধু সুন্নাহসম্মত আমলগুলোই করবে।

 

সূত্র: যুগান্তর