দাপুটে জয়ে সিরিজ নিশ্চিত ভারতের

সিল্কসিটি ‍নিউজ ডেস্ক:

শ্রীলংকার পর নিউজিল্যান্ড। পরপর দুটি ওয়ানডে সিরিজ জিতল ভারত। শ্রীলংকাকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করার পর নিউজিল্যান্ডকেও ধবল ধোলাইয়ের পথে রোহিত শর্মার নেতৃত্বাধীন দলটি।

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম দুটিতে টানা জয়ে সিরিজ নিশ্চিত করেছে ভারত। সিরিজের প্রথম ম্যাচে শুভমান গিলের ডাবল সেঞ্চুরিতে ৩৪৯ রান করেও জয় ছিনিয়ে নিতে ঘাম ঝরাতে হয় রোহিত শর্মার নেতৃত্বাধীন দলকে। ১২ রানের জয় পেলেও মাইকেল ব্রেসওয়েলের ৭৮ বলের ১৪০ রানের টর্নেডো ইনিংসে পরাজয়ের শঙ্কায় পরেছিল ভারত।

শনিবার ভারতের রায়পুরের শহীদ বীর নারায়ন সিং স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে টস জিতে সফরকারী নিউজিল্যান্ডকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় ভারত। আগে ব্যাটিংয়ে নেমে ১৫ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে যাওয়া নিউজিল্যান্ড শেষ পর্যন্ত ৩৪.৩ ওভারে ১০৮ রানে অলআউট হয়।

টার্গেট তাড়া করতে নেমে রোহিত শর্মা (৫১) ও বিরাট কোহলির (১১) উইকেট হারিয়ে ২০.১ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। ৮ উইকেটের জয়ে ৪০ রান করে অপরাজিত থাকেন আগের ম্যাচে ডাবল সেঞ্চুরি করা শুভমান গিল।

সূত্র: কালের কণ্ঠ