বৃহস্পতিবার , ৮ মার্চ ২০১৮ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

দাউদের ঘনিষ্ঠ সহযোগীকে ভারতের হাতে তুলে দিল দুবাই

Paris
মার্চ ৮, ২০১৮ ১১:১৩ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

কুখ্যাত গ্যাংস্টার ফারুক তাকলাকে এবার জালে পুড়ল সিবিআই৷ তাকলা আন্ডারওয়ার্ন্ড ডন দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ সহযোগী৷ তাকে দুবাই পুলিশ ভারতের হাতে তুলে দিয়েছে৷ বৃহস্পতিবার দাউদ সহযোগীকে দেশে নিয়ে আসা হয়েছে৷

খবরে প্রকাশ, বৃহস্পতিবার সকাল সাড়ে পাঁচটা নাগাদ এয়ার ইন্ডিয়ার এআই ৯৯৬ বিমানে করে তাকলা ও সিবিআই আধিকারিকরা মুম্বই বিমানবন্দরে নামেন৷ ফারুক তাকলা ১৯৯৩ সালের মুম্বই হামলার অন্যতম অভিযুক্ত৷ এছাড়া তার বিরুদ্ধে খুন, অপহরণ ও টাকা আদায়ের একাধিক অভিযোগও রয়েছে৷ দুবাইতে সে দাউদের অপরাধজগতের সিন্ডিকেট সামলাতো৷ তাকে এদিন মুম্বইয়ের টাডা আদালতে পেশ করা হবে৷

তাকলার গ্রেফতারির পিছনের হাত রয়েছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের৷ তার কূটনীতির দৌলতে দুবাই পুলিশ দাউদের ঘনিষ্ঠ সহযোগীকে ভারতের হাতে তুলে দিতে রাজি হয়ে যায়৷

এদিকে তাকলার গ্রেফতারের পর দাউদের আরও কাছে পৌঁছে গেল সিবিআই৷ ভারতের মোষ্ট ওয়ান্টেড অপরাধী দাউদ সম্ভবত পাকিস্তানে লুকিয়ে আছে৷ তাকে সবরকমের সাহায্য করছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই৷ দাউদকে দেশে ফেরাতে সবরকমের চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারতও৷

এদিকে বিশিষ্ট ক্রিমিনাল ল’ইয়ার শ্যাম কেশওয়ানি সম্প্রতি দাবি করেছেন, দেশে ফিরতে চায় ডন৷ কিন্তু তার কিছু শর্ত আছে৷ কেন্দ্রীয় সরকার অবশ্য সেই শর্ত মানতে রাজি নয়৷

কলকাতা ২৪*৭

সর্বশেষ - আন্তর্জাতিক