দল থেকে বাদ পড়ে খুব রাগ হতো: সৌরভ

সিল্কসিটি নিউজ ডেস্ক:

ভারতীয় ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকে বিরাট কোহলিকে সরিয়ে দেওয়ায় অনেকেই ক্ষুব্ধ বিসিসিআই সভাপতি প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীর ওপর।

এ সমালোচনার মধ্যেই নিজের অতীত প্রসঙ্গ টেনে আনছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। অতীতের সেই স্মৃতি চলতি সপ্তাহে দাদাগিরির অনুষ্ঠানে শোনাবেন সৌরভ।

এ সপ্তাহে দাদাগিরির মঞ্চে হাজির হচ্ছে টিম কড়ি খেলা। আর সেখানেই চ্যাপেল জমানার সেই তিক্ত অভিজ্ঞতার কথা শেয়ার করবেন সৌরভ।

এ প্রসঙ্গে দাদাগিরির সঞ্চালক সৌরভ গাঙ্গুলী বলেন, আমাকে যখন টিম থেকে বাদ দেওয়া হয়েছিল খুব রাগ হতো তখন। একদিন বিকালে আমি ইডেন গার্ডেন্সে দৌড়াতে এসেছি, ২১টা ল্যাপ দৌড়েছিলাম ওই দিন। অ্যাবস এক্সারসাইজ করছি দিনে ৩৫০টা। আর সেই সময়ই পর্দায় ভেসে উঠে সৌরভের ওই কড়া ট্রেনিংয়ের সব মুহূর্তগুলো, আনন্দ হাসি মুখে জানায় ‘তুমি আমার কাছে আবেগ’।

২০০৫ সালে টানা বাজে ফর্মের কারণে সৌরভকে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। সেই সময়ে ভারতীয়  ক্রিকেট দলের কোচ ছিলেন গ্রেপ চ্যাপেল। চ্যাপেলই দাবি করেছিলেন, ভারতীয় ক্রিকেট দলের নেতৃত্ব দেওয়ার যোগ্য নন সৌরভ। তার আচরণে দলের ক্ষতি হচ্ছে। এ নিয়ে তুমুল বিতর্ক হয়েছিল। এরপর নিজের চিরচেনা মেজাজেই রাজকীয়ভাবে কামব্যাক করেছিলেন সৌরভ।

ভারতকে তৃতীয় সর্বোচ্চ ১৪৬ ওয়ানডেতে নেতৃত্ব দিয়ে ৭৬টিতে জয় উপহার দেন সৌরভ। টেস্টেও তৃতীয় সর্বোচ্চ ৪৯ ম্যাচে নেতৃত্ব দিয়ে ২১টিতে জয় উপহার দেন গাঙ্গুলী।

সূত্র:যুগান্তর