দলে ফিরলেন অ্যান্ডারসন-ব্রড

সিল্কসিটিনিউজ ডেস্কঃ 

গত ওয়েস্ট ইন্ডিজ সফরে ইংল্যান্ড দলে ছিলেন না জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রড। । তাদেরকে দলে না নেওয়ার কারণটিও জানাননি ইংলিশ নির্বাচকরা। তবে দলের কোচ ও অধিনায়ক বদলের পর খুলে গেল ব্রড-অ্যান্ডারসনের ভাগ্য।

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন টেস্টের সিরিজের প্রথম দুই ম্যাচের দলে ডাক পেয়েছেন এই দুই পেসার।

ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ম্যাচের সিরিজে ১-০ তে হারে ইংল্যান্ড। দেশে ফেরার পর জো রুট টেস্টের নেতৃত্ব ছাড়েন। পরিবর্তন আসে ম্যানেজিং ডিরেক্টরের পদেও, অ্যাশলে জাইলসকে সরিয়ে আনা হয় রব কি’কে।

সাবেক এই ধারাভাষ্যকার দায়িত্ব পেয়ে বেন স্টোকসকে অধিনায়ক বানান। ব্রড ও অ্যান্ডারসনকে ফেরানোর আশ্বাস পাওয়ার পর এই দায়িত্ব নেন এই অলরাউন্ডার। নতুন কোচ হয়েছেন ব্রেন্ডন ম্যাককালাম।

আগামী ২ জুন থেকে শুরু হবে ইংল্যান্ড-নিউজিল্যান্ড সিরিজ। প্রথম দুটি ম্যাচের জন্য ১৩ জনের দল ঘোষণা করেছে ইসিবি।

একনজরে ইংল্যান্ড স্কোয়াড

বেন স্টোকস (অধিনায়ক), জেমস অ্যান্ডারসন, জোনাথন বেয়ারস্টো, স্টুয়ার্ট ব্রড, হ্যারি ব্রুক, জ্যাক ক্রলি, বেন ফোকস, জ্যাক লিচ, অ্যালেক্স লিস, ক্রেইগ ওভারটন, ম্যাথু পটস, ওলি পোপ, জো রুট।

 

সূত্রঃ কালের কণ্ঠ