দলের সঙ্গে অনুশীলন করলেন মেসি

বার্সেলোনার দলীয় অনুশীলনে যোগ দিয়েছেন লিওনেল মেসি। তাতে আর্জেন্টাইন তারকার চোট নিয়ে ভক্তদের মনে যে শঙ্কা, সেটি কিছুটা হলেও দূর হলো। যদিও বার্সেলোনা ক্লাবের পক্ষ থেকে আগেই নিশ্চিত করা হয়েছিল মেসির চোট গুরুতর নয়।

ডান ঊরুর মাংসপেশিতে হালকা চোট পেয়েছিলেন মেসি। গত বুধবার থেকে তাই দলীয় অনুশীলনে দেখা যায়নি মেসিকে। হালকা জিম সেশনে আবদ্ধ রেখেছিলেন নিজেকে।

রবিবার অনুশীলন ছিল না বার্সার। তবে ক্লাবটির সোমবারের অনুশীলনে মেসি সতীর্থদের সঙ্গে অনুশীলন সেরেছেন।

কোচ কিকে সেতিয়েন অবশ্য এর আগেই জানিয়েছেন, করোনাভাইরাস পরবর্তী নিজেদের প্রথম ম্যাচেই লিওনেল মেসিকে পাওয়া যাবে। দলের অধিনায়ককে নিয়ে কোনো শঙ্কা নেই।

মেসির দলীয় অনুশীলনে না থাকা নিয়ে সেতিয়েন বলেন, ‘কেবল মেসি নয়, অন্যান্য খেলোয়াড়রাও হালকা চোটের কারণে অনুশীলন করেনি। বেশ কয়েক জনের এই সমস্যা হয়েছে। লিওর (মেসি) ক্র্যাম্প আছে, তবে গুরুতর নয়।’

করোনাভাইরাস ধাক্কা সামলে ১১ জুন মাঠে ফিরতে যাচ্ছে লা লিগা। এর দুদিন পর বার্সেলোনা মাঠে নামবে। ১৩ জুন মায়োর্কার মুখোমুখি হবে টেবিলের শীর্ষে থাকা দলটা।