দক্ষিণ কোরিয়ায় ভারি বৃষ্টিপাত, বন্যা-ভূমিধসে ২৬ মৃত্যু

দক্ষিণ কোরিয়ায় ভারি বৃষ্টিপাত, বন্যা-ভূমিধসে ২৬ মৃত্যু

দক্ষিণ কোরিয়ায় টানা কয়েকদিনের ভারি বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় হাজারের বেশি মানুষকে বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে হয়েছে। বন্যার পাশাপাশি ভূমিধস ও যানবাহন পানিতে ভেসে যাওয়ায় অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে।

বন্যায় রাজধানী সিউলের কিছু অংশের রাস্তাঘাট ও সেতু ডুবে গেছে; ৫ হাজার ৭৫১ হেক্টরের বেশি কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে, বলেছেন দুর্যোগ ব্যবস্থাপনায় নিয়োজিত কর্মকর্তারা।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী শনিবার পর্যন্ত বন্যার কারণে তিন হাজারের বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। কোরীয় উপদ্বীপের এই দেশটির দক্ষিণ অংশে বৃষ্টি হচ্ছে সবচেয়ে বেশি। বন্যা-ভূমিধসে ২১ জনের মৃত্যু ছাড়াও আরও ১১ জনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

সূত্র: কালের কন্ঠ