দক্ষিণ আফ্রিকায় পিতৃপরিচয় নেই ৬৮ শতাংশ কৃষাঙ্গ ছেলে-মেয়ের

দক্ষিণ আফ্রিকায় ৬৮.৩ শতাংশ কৃষাঙ্গ ছেলে-মেয়ের পিতৃপরিচয় নেই। সম্প্রতি পরিসংখ্যান দক্ষিণ আফ্রিকা নামক একটি বেসরকারি সংস্থা এ তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়, ২০১৯ সালের ওয়ার্ল্ড ব্যাংকের হিসাব অনুযায়ী দক্ষিণ আফ্রিকায় ৫৮.৫৬ মিলিয়ন জনসংখ্যার মধ্যে ৮০.৭ শতাংশ কৃষাঙ্গ, ৮.৮ শতাংশ কালার্ড, ৭.৯ শতাংশ শেতাঙ্গ এবং ভারতীয়সহ এশিয়ান ২.৬ শতাংশ। কৃষাঙ্গ, শেতাঙ্গ, কালার্ড ও এশিয়ানসহ  সর্বমোট চারটি জনগোষ্ঠীর বসবাস দক্ষিণ আফ্রিকায়।

প্রতিবেদনে প্রকাশিত তথ্য অনুযায়ী, দক্ষিণ আফ্রিকায় কৃষাঙ্গ জনগোষ্ঠীর মাত্র ৩১.৭ শতাংশ ছেলে-মেয়ে তাদের জন্মদাতার পরিচয় বহন করে এবং পিতার সঙ্গে বসবাস করে। বিপরীতে ৬৮.৩ শতাংশ কৃষাঙ্গ ছেলে-মেয়ের কোনো জন্মদাতা পিতৃপরিচয় নেই।

মোট জনসংখ্যার ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শেতাঙ্গ ছেলে-মেয়েদের ৮০.২ শতাংশের পিতৃপরিচয় আছে এবং পিতার সঙ্গে বসবাস করে।
অন্যদিকে ৯৮.৭ শতাংশ কালার্ড ছেলে-মেয়ে কোনো পিতৃপরিচয় নেই। ৮৬.১ শতাংশ এশিয়ান (ভারতীয়সহ) ছেলে-মেয়ের পিতৃপরিচয় আছে এবং তারা যৌথ পরিবার নিয়ে বসবাস করে।
পরিসংখ্যান দক্ষিণ আফ্রিকা ০ থেকে ১৭ বছর বয়সের ছেলে-মেয়েদের উপর পরিচালিত এক জরিপে এই তথ্য বেরিয়ে এসেছে।
সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির ৯ প্রদেশের চারটি গোষ্ঠী জুড়ে ৭৪ থেকে ৯২.৬ শতাংশ বাচ্চারা তাদের মা এবং দাদী কিংবা নানির নিকট বেড়ে উঠছে।