দক্ষিণ আফ্রিকায় ওমিক্রনে আক্রান্তের সংখ্যা এক শ ছাড়ায়নি

দক্ষিণ আফ্রিকায় এখন পর্যন্ত করোনভাইরাসের নতুন ভেরিয়েন্ট ওমিক্রনে আক্রান্তের সংখ্যা ১০০ ছাড়ায়নি। পশ্চিম কেপ স্বাস্থ্য বিভাগের অপারেশনস-প্রধান সাদিক করিম স্পুটনিককে এ কথা বলেন।

স্টেলেনবোশ বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল ভাইরোলজি বিভাগের প্রধান প্রফেসর ওলফগ্যাং প্রিজার বলেন, ওমিক্রনের লক্ষণগুলো অন্যান্য করোনভাইরাস রূপের মতোই। তবে নতুন রূপের সঙ্গে সম্পর্কিত অনেক প্রশ্ন এখনো তদন্ত করা হচ্ছে।

বিদ্যমান ভ্যাকসিনগুলোর মধ্যে কোনটি এর বিরুদ্ধে কার্যকরী জানতে চাইলে প্রিজার বলেন, বিষয়টি দক্ষিণ আফ্রিকা ‘এখনই’ দেখছে।

শুক্রবার ডাব্লিউএইচও নতুন দক্ষিণ আফ্রিকার স্ট্রেইনকে ‘উদ্বেগজনক’ চিহ্নিত করেছে। তারা বলছে, এটি আরো সংক্রামক এবং বিপজ্জনক হতে পারে।

 

সুত্রঃ কালের কণ্ঠ