‘থানায় গিয়ে পর্যাপ্ত সেবা পাচ্ছে না জনগণ’

সিল্কসিটিনিউজ ডেস্ক: ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, ‘আমি দায়িত্ব পালনের সময় থানায় এসে জনগণ যেন পুরোপুরি সেবা পায় সে চেষ্টা করেছি।  তবে সব ক্ষেত্রে সফল হয়নি।’

বৃহস্পতিবার মিন্টু রোডের মিডিয়া সেন্টারে কমিশনারের বিদায়ী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আছাদুজ্জামান মিয়া বলেন, ‘৩২ বছর চাকরি জীবনে সাফল্য ও ব্যর্থতা আছে। কমিশনার হিসেবে প্রায় চার বছর সাত মাস ব্যস্ত সময় পার করেছি।’

তিনি বলেন, ‘কমিশনার থাকাকালীন সময়ে দুই জায়গায় ব্যর্থতা রয়েছে। জনগণ থানায় গিয়ে যে সেবা প্রত্যাশা করেছে, অনেকাংশে তা পূরণে ব্যর্থ হয়েছি। এক্ষেত্রে আমরা অনেক উন্নতি করলেও, কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারিনি। তারপরও আমাদের অনেক সফলতা আছে।’

‘অন্যদিকে রাজধানীকে যানজটমুক্ত করার জন্য অনেক চেষ্টা করেছি। কিন্তু তারপরও সম্ভব হয়নি। তবে এ জন্য ডিএমপি এককভাবে দায়ী নয়। কেননা রাস্তার ট্রাফিক সিগন্যাল নিয়ন্ত্রণ করে অন্য সংস্থা। আর রাস্তায় খোঁড়াখুঁড়ি তো আছেই।’