শনিবার , ২২ জুলাই ২০১৭ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

থলের বেড়াল বের করেছেন এমপি এনামুর : রিজভী

Paris
জুলাই ২২, ২০১৭ ৯:৪২ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ঢাকা-১৯ আসনে আওয়ামী লীগদলীয় সংসদ সদস্য এনামুর রহমানের বক্তব্য ‘পাঁচজনকে ক্রসফায়ারে হত্যা ও আরো ১৪ জনের তালিকা করা’ নিয়ে নিজেদের মতামত জানিয়েছে বিএনপি। সংসদ সদস্য এনামুর তাঁর বক্তব্যের মাধ্যমে থলের বিড়াল বের করে দিয়েছেন বলে মনে করছে দলটি।

আজ শনিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, “আপনারা গণমাধ্যমে দেখেছেন সরকারদলীয় একজন এমপির ক্রসফায়ারে মানুষ হত্যার ঘোষণা। পাঁচজনকে ‘ক্রসফায়ারে’ দিয়ে হত্যা এবং আরো ১৪ জনের তালিকা করার যে ঘোষণা দিয়েছেন সাভারের সরকারদলীয় সংসদ সদস্য, তাতে বিরোধী রাজনীতিকরা আতঙ্কে পড়েছেন। এখন সেই সংসদ সদস্য যতই বক্তব্য প্রত্যাহার করুন না কেন, তিনি থলের বিড়াল বের করে দিয়েছেন।”

এ সময় রিজভী বলেন, ‘সরকারদলীয় একজন এমপির ক্রসফায়ারের তালিকা তৈরির ঘোষণায় এটি প্রমাণিত হলো যে, এতদিন ধরে বর্তমান সরকারের জীবনবিনাশী রক্ত আর লাশ ফেলার কর্মসূচির বিষয়ে বিরোধী দলের অভিযোগ যথার্থ। সরকারদলীয় এই এমপির ঘোষণার সকল বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, বেআইনি গুম, খুনের সঙ্গে বর্তমান সরকার প্রত্যক্ষভাবে জড়িত। ধমক দিয়ে সেই এমপির বক্তব্য প্রত্যাহার করানো হলেও সত্যিকার ম্যাসেজ জাতি পেয়ে গেছে। ভোটারবিহীন সরকার ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখতে এভাবেই বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের তালিকা করে বিচারবহির্ভূত হত্যা ও নির্যাতন-নিপীড়ন চালিয়ে এসেছে। এটা জাতির সামনে আজ পরিষ্কার।’ এই খবরে দেশবাসী শিহরিত ও আতঙ্কিত বলেও উল্লেখ করেন রিজভী।

এর আগে গত ১৮ জুলাই একটি জাতীয় দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য এনামুর রহমান বলেন, ‘সাভারে অনেক ক্যাডার আর মাস্তান ছিল। এখন সব পানি হয়ে গেছে। করার টু শব্দ করার সাহস নেই। পাঁচজনকে ক্রসফায়ারে দিয়েছি, আরো ১৪ জনের লিস্ট করেছি। সব ঠান্ডা। লিস্ট করার পর যে দু-একজন ছিল তারা আমার পা ধরে বলেছে, আমাকে জানে মাইরেন না, আমরা ভালো হয়ে যাব।’

দীর্ঘদিন ধরেই দেশে ‘ক্রসফায়ার’ বা ‘বন্দুকযুদ্ধ’ নিয়ে সমালোচনা চলে আসছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই ক্রসফায়ারকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বলেও উল্লেখ করেছে দেশি-বিদেশি বহু মানবাধিকার সংস্থা। এমন পরিস্থিতিতে সরকারদলীয় একজন সাংসদের এমন মন্তব্য দেশজুড়ে তীব্র সমালোচনার সৃষ্টি করে।

তবে ওই জাতীয় দৈনিকে ছাপা হওয়া নিজের বক্তব্যকে অনভিপ্রেত, অশোভনীয় ও নিন্দনীয় বলে উল্লেখ করে বিভিন্ন পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন সংসদ সদস্য এনামুর রহমান। সেখানে তিনি বলেন, ‘প্রকৃতপক্ষে আমি যে বিষয়ে আলোকপাত করতে চেয়েছিলাম তা যথাযথভাবে উপস্থাপন করতে না পারায় বক্তব্যের রূপটি বিকৃত হয়ে ভিন্ন অর্থ প্রকাশ করেছে; যা জনমনে বিভ্রান্তির সৃষ্টি করেছে। এ বক্তব্যের জন্য আমি লজ্জিত, দুঃখিত। জাতির কাছে ক্ষমাপ্রার্থী।’

ক্রসফায়ার সম্পর্কে দেওয়া বক্তব্যকে একান্ত ব্যক্তিগত উল্লেখ করে এর সম্পূর্ণ দায় নিজের ওপরে নেন এনামুর রহমান। বলেন, ‘এর সঙ্গে সরকার কিংবা বাংলাদেশ আওয়ামী লীগের কোনো সংশ্লিষ্টতা এমনকি নীতিগত প্রতিফলন নেই। আমি আমার অবিবেচনাসুলভ বক্তব্য প্রত্যাহার করে নিচ্ছি। একই সঙ্গে এ ব্যাপারে কাউকে বিভ্রান্ত না হওয়ারও অনুরোধ করছি।’

সূত্র: এনটিভি

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

চরম অর্থনৈতিক মন্দা এড়াতে ব্রাসেলসে ইইউ নেতারা

বাঘায় স্কুল ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ৫ জনকে কুপিয়ে জখম

বাদশা নির্বাচিত না হলে উন্নয়ন বাধাগ্রস্ত হবে : মেয়র লিটন

আপনার জন্য মৃত্যুকে বরণ করে নেবো: প্যারেডে সেনাদলের হুঙ্কার

অপু বিশ্বাসের মা শেফালি বিশ্বাস মারা গেছেন

প্রতিরক্ষা খাতে অতিরিক্ত ৫৪০০ কোটি ডলার বরাদ্দের সিদ্ধান্ত ট্রাম্পের

সতর্কবার্তা ইউক্রেনের প্রধানমন্ত্রীর ‘ইউক্রেন হারলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে’

৩৯২ দিন, ১০৫৮ মিনিট পর সুয়ারেজ!

ইন্টারনেট সেবা নিরবচ্ছিন্ন রাখতে ব্যাকআপ দিচ্ছে সামিট কমিউনিকেশনস

বাংলাদেশের গণমাধ্যমে ‘সেলফ সেন্সরশিপের’ অভিযোগ