ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী মানিক সাহা

সিল্কসিটি নিউজ ডেস্ক:

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন রাজ্য বিজেপির প্রেসিডেন্ট মানিক সাহা। সদ্য সাবেক মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের আকস্মিক পদত্যাগের কয়েক ঘণ্টার মধ্যে তার স্থলাভিষিক্ত হন তিনি।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, দলীয় কোন্দলের কারণে শনিবার (১৪ মে) বিপ্লব কুমার পদত্যাগ করায় নতুন মুখ্যমন্ত্রী হিসেবে মানিক সাহাকে নিযুক্ত করা হয়েছে।

গত এপ্রিল মাসেই মানিককে রাজ্যসভায় পাঠায় বিজেপি। ৩ এপ্রিল শপথ নেন। হিসেবে দেখা যাচ্ছে মাত্র ৪১ দিনের মাথায় তার নাম উঠে এল মুখ্যমন্ত্রী হিসেবে।

এর আগে বিধানসভা নির্বাচনের এক বছর আগে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। শনিবার গভর্নর এসএন আরিয়ার কাছে নিজের পদত্যাগপত্র জমা দেওয়ার কথা জানান তিনি।

বিপ্লব কেন এভাবে পদ ছেড়ে দিলেন, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ত্রিপুরার রাজনীতিতেও নানা জল্পনা তৈরি হয়েছে। একটি সূত্রের দাবি, তাকে দলের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে পদত্যাগ করতে বলা হয়েছিল। তবে এই খবরের আনুষ্ঠানিক সমর্থন মেলেনি।

সূত্র: যুগান্তর