শুক্রবার , ৬ সেপ্টেম্বর ২০২৪ | ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

তৃতীয় দফায় গাজী টায়ার কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে

Paris
সেপ্টেম্বর ৬, ২০২৪ ১০:৪৭ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার কারখানায় তৃতীয় দফায় লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। দুর্বৃত্তরা লুটপাট করতে গিয়ে তৃতীয় দফায় কারখানাটির ওয়েস্টিজ গোডাউনে আগুন ধরিয়ে দেয় বলে জানা গেছে।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে তারাবো পৌরসভার রূপসী এলাকার গাজী টায়ার কারখানায় তৃতীয় দফায় লুট করতে গিয়ে আবারও আগুন দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ।

সিকিউরিটি গার্ড হাফিজুর রহমান বলেন, শুক্রবার বিকেলে কারখানার কাঁটাতারের বেড়া কেটে প্রায় অর্ধশতাধিক দুর্বৃত্ত ভেতরে প্রবেশ করে লোহার বিভিন্ন যন্ত্রপাতি লুটতরাজ করতে থাকে। এক পর্যায়ে দুর্বৃত্তদের একটি অংশ ওয়েস্টিজ গোডাউনে আগুন ধরিয়ে দেয়।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, খবর পেয়ে ৬টা ৪৮ মিনিটে গাজী টায়ার কারখানার ওয়েস্টিজ গোডাউনে আগুন নিয়ন্ত্রণে কাঁচপুর ফায়ার সার্ভিস এর একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ৫০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কে বা কারা আগুন দিয়েছে, এটা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।

এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তদন্তের পর ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে।
এর আগে, গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে সরকার পতনের পর প্রথম দফা লুটপাট ও আগুন লাগানো হয় এ কারখানায়। এরপর ২৫ আগস্ট সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী গ্রেপ্তারের পর দ্বিতীয় দফা লুটপাটের পর আগুন দেয় দুর্বৃত্তরা।

এরপর আজ তৃতীয় দফা লুটপাটের পর আগুন দেওয়ার ঘটনা ঘটে।

 

সূত্র: কালের কণ্ঠ

সর্বশেষ - জাতীয়