তুর্কি ভাষা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানালেন এরদোয়ান

তুর্কি ভাষা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

গত শুক্রবার তুরস্কের প্রেসিডেন্সি বিভাগ থেকে প্রকাশিত এক বিবৃতিতে তিনি ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত তুর্কি ভাষা দিবস উপলক্ষে শুভেচ্ছাবার্তা জানান।

শুভেচ্ছাবার্তায় এরদোয়ান বলেন, ‘সভ্যতা ও সংস্কৃতির প্রধান উপাদান ভাষা। একটি জাতি গঠনে ভাষা অন্যতম ভূমিকা পালন করে। ভৌগািলিকভাবে তার্কিশ ভাষার গুরুত্ব অনেক বেশি। ইউরোপ থেকে এশিয়ার প্রত্যন্ত অঞ্চলে এর প্রভাব দৃশ্যমান। দিন দিন তা আরো বিস্তৃতি লাভ করছে।’

তিনি আরো বলেন, ‘শিক্ষা-সংস্কৃতি, ব্যবসা-বাণিজ্য, তথ্য-প্রযুক্তি ও যোগাযোগ ব্যবস্থায় তুর্কি ভাষার ক্রমবর্ধমান গুরুত্ববোধ তৈরি হওয়ায় আমরা অত্যন্ত গর্বিত।’ পৃথিবীর অন্যতম প্রাচীন ও বিস্তৃত তার্কিশ ভাষা সংরক্ষণে দিবসটি ব্যাপক ভূমিকা পালন করবে বলে আশা ব্যক্ত করেন প্রেসিডেন্ট এরদোয়ান।

 

সূত্রঃ কালের কণ্ঠ